আজকের ময়দানের খাস খবর (২৬ মে ২০২৩)

খেলার দুনিয়ার এ সমস্ত টাটকা খবর দিচ্ছেন শান্তি রায়চৌধুরী।

0
24

শিরোপা পুনরুদ্ধারের এক পা দূরে বরুশিয়া

১১ বছর পর শিরোপা পুনরুদ্ধার আর স্বপ্ন পূরণের মোটে এক ধাপ দূরত্বে দাঁড়িয়ে বরুশিয়া ডর্টমুন্ড। বুন্দেসলিগার শেষ রাউন্ডের ম্যাচে ডাই বরুশিয়ানদের প্রতিপক্ষ মেইনজ। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

- Advertisement -

ফুটবলার রাইটার্স অ্যাসোসিয়েশন বর্ষসেরা পুরস্কার পেলেন সিটি স্ট্রাইকার হলান্ড

ফুটবলার রাইটার্স অ্যাসোসিয়েশনের ২০২২-২৩ মৌসুমের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হলান্ড। প্রথম কোনো নরওয়েজিয়ান ফুটবলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। এমন অর্জনে তৃপ্তি থাকলেও এখনই স্বস্তি খুঁজতে নারাজ হলান্ড। সিটিজেনদের প্রথমবার জেতাতে চান ট্রেবল।

আরও পড়ুন: পাকিস্তান কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি, নিজের ঘাড়ে সব দায় নিলেন তারকা

জাতীয় দলে না খেলেই অ্যাশেজে পেয়ারসন

জাতীয় দলের জার্সি এখনও গায়ে জড়ানোর সৌভাগ্য হয়নি। তবে ঘরোয়া ক্রিকেট এবং ‘এ’ দলের হয়ে পারফর্ম করেছেন বেশ। তাতেই মিলল অ্যাশেজের টিকিট। এবারের অ্যাশেজে অস্ট্রেলিয়া দলের হয়ে অভিষেক হতে পারে উইকেটরক্ষক ব্যাটার জিমি পেয়ারসনের।

চ্যাম্পিয়ন্স লিগে জায়গা না পেয়ে বিধ্বস্ত সালাহ

মৌসুমের শুরুতে হযবরল পারফর্ম করে শিরোপার দৌড় থেকে ছিটকে গিয়েছিল লিভারপুল। তবে সেই বাজে অবস্থা থেকে আস্তে আস্তে ঘুরে দাঁড়ায় ক্লপের দল। একসময় মনে হচ্ছিল আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগও পেয়ে যাবে অল রেডসরা। তবে বৃহস্পতিবার (২৫ মে) চেলসিকে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে আগামী মৌসুমে ইউসিএলে জায়গা করে নিতে ব্যর্থ হয় লিভারপুল। আশার এমন সমাধি দেখে একদমই ভেঙে পড়েছেন লিভারপুলের তারকা মহম্মদ সালাহ।

বিসিসিআইয়ের অনাগ্রহে শঙ্কায় ভারত-আফগান সিরিজ

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার পরই ভারতের বিপক্ষে ওয়ানডে সিটিজ খেলার পরিকল্পনা ছিল আফগানিস্তানের। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে অনাগ্রহ জানানো হয়েছে। ফলে শঙ্কায় পড়েছে ভারতের বিপক্ষে সেই সিরিজ।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

যুক্তরাষ্ট্রের লিগে খেলোয়াড় ছাড়তে ২৫ হাজার ডলার দাবি পিসিবির

আগামী মাসের ১৩ জুলাই শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট এমএলসির (মেজর লিগ ক্রিকেট)। প্রথমবারের মতো শুরু হওয়া এই টুর্নামেন্টে স্থানীয় ক্রিকেটার ছাড়াও বিদেশি ক্রিকেটারদের নামও রয়েছে। এদিকে পাকিস্তানের খেলোয়াড়রা এমএলসি-তে খেলার প্রস্তাব পেয়েছে এবং পিসিবি তাতে সম্মতি দিয়েছে। কিন্তু খেলোয়াড়দের অনাপত্তি দেয়ার বিনিময়ে প্রতি খেলোয়াড়ের জন্য ২৫ হাজার মার্কিন ডলার দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

মারিয়াকে ছেড়ে দিচ্ছে জুভেন্তাস

আগামী গ্রীষ্মে জুভেন্তাসের সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। এমন গুঞ্জন শোনা যাচ্ছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলোতে। ইতালিয়ান ক্লাবটি নাকি তাদের ট্রান্সফার পলিসি পরিবর্তন এনেছে। যে পরিকল্পনায় রাখা হয়নি ডি মারিয়াকে।