মেসিদের হারাবেন, প্রত্যয়ী সৌদি কোচ

0
71

বিশ্বদীপ ব্যানার্জি: মঙ্গলবার বিশ্বকাপ যাত্রা শুরু করতে চলেছে আর্জেন্টিনা। উল্টোদিকে সৌদি আরব। যারা নাকি ধারে এবং ভারে মেসিদের ধারেকাছেও আসে না। অথচ এরপরেও দুইবারের বিশ্বজয়ীদের হারিয়ে এবারের যাত্রা শুরু করতে চাইছেন সৌদি আরবের সহকারী কোচ লরেন্ত বোনাদেই।

আরও পড়ুন: FIFA WC 2022: অম্বানি-আদানির মোট সম্পদের থেকেও বেশি কাতার বিশ্বকাপের খরচ

- Advertisement -

নাঃ শুধু চাইছেন-ই না। যাকে বলে, প্রত্যয়ী তিনি। ম্যাচের আগে সাংবাদিকদের বোনাদেই জানিয়েছেন, “আমরা বিশ্বকাপে নিছকই অংশ নিতে আসিনি। গ্রুপে আর্জেন্টিনা এবং মেক্সিকোর মুখোমুখি হতে হবে আমাদের। সব ম্যাচ জেতাই আমাদের লক্ষ্য হবে।” একই সুর সৌদি আরবের মিডফিল্ডার আব্দুলেল্লাহ মালকি’র গলাতেও।

কাতার বিশ্বকাপ-ই মেসির শেষ বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই মেসি এবং তাঁর দল মরিয়া হয়ে থাকবে শিরোপা জিততে। এ প্রসঙ্গে মালকি বলেন, “মেসি একজন কিংবদন্তি। সকলের-ই স্বপ্ন থাকে তাঁর বিরুদ্ধে খেলার। কিন্তু আমরা সৌদি আরবের প্রতিনিধিত্ব করছি। সুতরাং মাঠে নামলে কাউকে ভয় পাওয়ার প্রশ্নই ওঠে।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

সৌদি শিবির থেকে যা-ই বলা হোক, এদিকে পরিসংখ্যান কিন্তু আর্জেন্টিনার-ই পক্ষে। আজ পর্যন্ত আর্জেন্টিনা এবং সৌদি আরবের সাক্ষাৎ হয়েছে মোট ৪ বার। দুইবার জিতেছে মারাদোনার দেশ। বাকি দুবার ড্র হয়। এছাড়া বিশ্বকাপে সৌদি আরবের সেরা পারফরম্যান্স ১৯৯৪ সালে। সেবারে শেষ ষোলোয় পৌঁছতে পেরেছিল তারা। সেখানে আর্জেন্টিনা দুবার বিজয়ী। সব মিলিয়ে ম্যাচের আগেই যেন অনেকটা এগিয়ে যাচ্ছে নীল-সাদা বাহিনী।