পেপ মেলাবেন কী করে বিশ্ব চ্যাম্পিয়ন আলভারেজদের সঙ্গে ব্যর্থ হওয়া কেভিন দি ব্রুইনি দের

0
41

বিশ্বদীপ ব্যানার্জি: লিও মেসির হাত ধরে ৩৬ বছর পর বিশ্বজয় আর্জেন্টিনার। কাতার বিশ্বকাপের এ এক যথাযথ পরিসমাপ্তি। কিন্তু বিশ্বকাপ শেষ হলে কী হবে? ফুটবলের মরশুম, তা কি আর শেষ? ভরা মরশুম যাকে বলে, তা তো এখন-ই। বিশ্বকাপ শেষে স্বভাবতই তাড়াহুড়োর হিড়িক লেগে গিয়েছে ইউরোপীয় ক্লাবগুলিতে। বিশেষ করে, বিশ্বকাপ শেষে এখন বিভিন্ন দেশের ফুটবলারদের ঐক্যবদ্ধ করাটাই এক বড় চ্যালেঞ্জ কোচেদের কাছে।

আরও পড়ুন: একটি ট্রফি জেতা বাকি থেকে গেল মেসির, জিতলেই ষোলোকলা পূর্ণ হত

- Advertisement -

এতদিন ফুটবলাররা নিজ নিজ দেশের হয়ে বিশ্বমঞ্চে নেমেছিলেন। দেশাত্মবোধক আবেগটা-ই ছিল আলাদা। এবারে সে আবেগ সম্পূর্ণ ঝেড়ে ফেলে আবারও চূড়ান্ত পেশাদারিত্বের জীবনে ফিরে যাওয়া। যা মোটেই সহজ কাজ হবে না ফুটবলারদের জন্য। বিশেষ করে এইবার। কারণ, অন্যান্যবার বিশ্বকাপ হয় জুন-জুলাই মাসে। অর্থাৎ নয়া মরশুম শুরুর আগে। কিন্তু মরুদেশ কাতারে এবারে বিশ্বকাপ শীতকালে আয়োজিত হল। ভরা মরশুমে। এ সময় হঠাৎ করে ফুটবলারদের জাতীয় দল থেকে ক্লাব ফুটবলে শিফট হওয়া একেবারেই সহজ হবে না।

ফুটবলারদের থেকেও কাজটা বেশি কঠিন হতে চলেছে কোচেদের জন্য। কারণ, দলকে ঐক্যবদ্ধ করার দায়িত্বটা তাঁদের-ই। তাছাড়া এমন অনেক তারকা-ই রয়েছেন, যাঁদের সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপে চূড়ান্ত ফ্লপ হতে দেখা গিয়েছে।‌ এঁদের নিয়ে সমস্যায় পড়তে বাধ্য ক্লাব ম্যানেজাররা। তাছাড়া এই সময় বিশ্বকাপ হওয়ায় সূচি পুরো ঘেঁটে ঘ। এটিও সমস্যা বাড়াবে।

ইতিমধ্যেই ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা বিষয়টি নিয়ে অভিযোগ তুলেছেন। বিশ্বকাপ ফাইনাল হয়েছে রবিবার। আর বৃহস্পতিবার-ই লিগ কাপের শেষ ষোলোর ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে নামতে হবে ম্যান সিটিকে। এরপর আগামী ২৮ এবং ৩১ ডিসেম্বর প্রিমিয়ার লিগের ম্যাচে যথাক্রমে মুখোমুখি হতে হবে লিডস ইউনাইটেড এবং এভারটনের বিরুদ্ধে। এমন সূচি নিয়ে স্বভাবতই চূড়ান্ত অসন্তুষ্ট পেপ। সরাসরি জানাচ্ছেন, তাঁর কাছে এ মুহূর্তে পর্যাপ্ত খেলোয়াড় নেই।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে সেই একই সমস্যা। খেলোয়াড়দের একজোট করা। ইংল্যান্ড এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে। ইংল্যান্ডের মোট ৪ জন সিটি রয়েছেন। এছাড়া রয়েছেন বেলজিয়ামের তারকা কেভিন ডি ব্রুইন। কাতার বিশ্বকাপে যাঁর পারফরম্যান্স একেবারেই বলার মত নয়। ফলে স্বাভাবিকভাবেই চাপে থাকছেন গুয়ার্দিওয়ালা। যদিও তাঁর মুখে হাসি ফোটাতে পারে আর্জেন্টিনার তরুণ তুর্কি জুলিয়ান আলভারেজ। সদ্য বিশ্বজয়ী হওয়া এই তরুণ স্ট্রাইকার সিটির হয়েই খেলেন।