প্রত্যেক সতীর্থকে সোনার আইফোন দিচ্ছেন মেসি

0
45

বিশ্বদীপ ব্যানার্জি: ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। স্বাভাবিকভাবেই প্রায় ৩ মাস পেরিয়ে গেলেও এখনও কাটেনি বিশ্বজয়ের রেশ। আর এবারে সতীর্থদের বিশ্বজয়ের পুরস্কার দিতে চলেছেন মেসি। তাও যে সে জিনিস নয়। একেবারে সোনার তৈরি আইফোন।

আরও পড়ুন: সতীর্থ মেসিকে সর্বসেরা মানতে নারাজ এমবাপ্পে, কাকে এগিয়ে রাখলেন

- Advertisement -

জানা যাচ্ছে, সতীর্থ এবং সাপোর্ট স্টাফদের জন্য মোট ৩৫টি সোনার আইফোন অর্ডার করেছেন লিও মেসি। প্রতিটি ফোনের মূল্য প্রায় ১.৭৩ কোটি টাকা। প্রতিটি ফোনের পিছনে খেলোয়াড়ের নাম, জার্সি নম্বর এবং আর্জেন্টিনা দলের লোগো থাকবে। জানা যাচ্ছে, মেসি উদ্যোগপতি বেন লিয়নের সঙ্গে মিলে ফোনের ডিজাইন ঠিক করেছেন।

উল্লেখ্য, সবেমাত্র ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মেসি। পাশাপাশি তাঁর দলের এমিলিয়ানো মার্টিনেজ বর্ষসেরা গোলরক্ষক এবং লিওনেল স্কালোনি বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছে। স্বাভাবিকভাবেই বাড়ছে জল্পনা। তবে কি শুধু বিশ্বকাপ জয় নয়, নিজেদের এই সাফল্যকে স্মরণীয় করে রাখতেই সতীর্থদের এই মহামূল্যবান উপহার দেওয়ার সিদ্ধান্ত নিলেন এম এল টেন?

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

যদিও দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল যে মেসি তাঁর আর্জেন্টিনা সতীর্থদের জন্য কিছু করতে চান। সূত্রের খবর প্রতিটি ফোন মেসি তাঁর আর্জেন্টিনার বাড়িতে পাঠাতে বলেছেন। সেখান থেকেই সেগুলি বিভিন্ন ফুটবলারদের বিতরণ করা হবে।