৩রা ফেব্রুয়ারি থেকে I-League, ঘোষণা AIFF -র

0
82

শান্তি রায়চৌধুরী: আইএসএলের পরই আই লিগ। দেশের সেরা দুই টুর্নামেন্ট। আইএসএল চললেও করোনার কারণে মাঝপর্বে আইলিগ বন্ধ করে দেওয়া হয়েছিল। লিগ কর্তৃপক্ষ এবার আইলিগ শুরু করতে চলেছে। ঠিক হয়েছে, আগামী ৩ মার্চ থেকে শুরু হবে দেশের ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, স্টেডিয়ামগুলিতে এখন থেকে ৭৫ শতাংশ দর্শক ঢুকতে পারবেন। খেলা আয়োজন করা যেতে পারে।

আরও পড়ুন: U19 World Cup: টানা ৪বার ফাইনাল খেলার লক্ষ্যে অজিদের মুখোমুখি যশ ধূলরা

- Advertisement -

মুখ্যমন্ত্রীর এই নির্দেশ শোনার পরেই AIFF আইলিগ শুরুর কথা ঘোষণা করে দিল। ঠিক হয়েছে, জৈব সুরক্ষা বলয়েই থাকবেন ফুটবলার, সাপোর্ট স্টাফ ও অফিসিয়ালরা। আইলিগ টুর্নামেন্টের সঙ্গে যুক্ত এই সমস্ত খেলোয়াড় অফিসিয়ালদের ২০ ফেব্রুয়ারির মধ্যে জৈব সুরক্ষা বলয়ে যোগ দেওয়ার কথা বলা হয়েছে।

এআইএফএফ থেকে যে নির্দেশ দেয়া হয়েছে:

** তিন-তিনবার নেগেটিভ আরটিপিসিআর রিপোর্ট থাকতে হবে।
** জৈব সুরক্ষা বলয়ে খেলার সঙ্গে যুক্ত প্রত্যেককে ৭ দিন নিভৃতবাসে থাকতে হবে। সেই সময় প্রত্যেককে আরও তিনটি করোনা পরীক্ষা করানো হবে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে আইলিগের খেলা চলাকালীন কয়েকটি দলের ফুটবলাররা বায়ো-বাবলে থাকার পরও করোনা আক্রান্ত হয়েছিলেন। কম করে ১৫ জন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছিলেন। এতকিছুর পরও খেলোয়াড়রা আক্রান্ত হচ্ছেন এ ব্যাপারটা চিন্তায় রেখেছে এআইএফএফকে। লিগ কমিটির বৈঠকে ঠিক হয়েছে এবার থেকে বৃহস্পতি ও শুক্রবার আই লিগের ম্যাচ স্থগিত থাকবে। তবে সিদ্ধান্ত হয়েছে ফুটবলারদের করোনা পরীক্ষা করার। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে আইলিগের চতুর্থ এবং পঞ্চম রাউন্ডের ম্যাচ শুরু করা যাবে কিনা।

আরও পড়ুন: নিজেদের দেশে FIFA World Cup, কাকে সমর্থন করবে কাতারের রাজপরিবার

ইতিমধ্যে, কয়েকটি টিমের মধ্যে কিছু করোনা পজিটিভের রিপোর্ট এসেছে। এই দিকটায় লিগ কমিটি তীক্ষ্ণ নজর রাখছে। লিগ কমিটি এ ব্যাপারে ক্লাবগুলির সঙ্গে কথা বলেছে।
আজ বুধবার বিকেলে আইলিগের সমস্ত ব্যাপারটা নিয়ে আলোচনার জন্য লিগ কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। থাকবে আইলিগে অংশগ্রহণকারী দলগুলোর কর্মকর্তারাও।