সেমিফাইনাল ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন মেসি, ব্যান করতে পারে ফিফা

0
617
Lionel Messi Can Miss Semi Final Match Against Croatia Fifa Started Disciplinary Action Against Argentina

স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২২ -এর সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচেই সমস্যায় পড়তে পারে আর্জেন্টিনার দল। দলের অধিনায়ক লিওনেল মেসি সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফিফার ব্যানের মুখোমুখি হতে পারেন। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে দুই দল মিলিয়ে মোট ১৮ বার হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি। যা বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক। সেই সঙ্গে আর্জেন্টাইন অধিনায়ক মেসি ম্যাচ রেফারির সঙ্গে তর্ক করে বসেন। এখন ফিফা এই ঘটনায় তাদের পদক্ষেপ নিতে পারে। সেমিফাইনাল ম্যাচের আগে ফিফা তার সিদ্ধান্ত জানাতে পারে এবং মেসি কিছু ম্যাচের জন্য নিষিদ্ধ হলে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে খেলতে পারবেন না।

ম্যাচ চলাকালীন শুধু মাঠে নামা ফুটবলাররাই নন, ছাড় পেলেন না রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়রাও। এমনকি কোচিং স্টাফরা-ও। ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের খেলোয়াড়দের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়। খেলোয়াড়রা গোটা ম্যাচ জুড়ে তর্ক করে গিয়েছে। স্প্যানিশ রেফারি আন্তোনিও মাতেউ লাহোজ কার্ডের পর কার্ড দেখিয়ে গিয়েছেন। এদিকে নেদারল্যান্ডসের খেলোয়াড় ডেনজেল ডামফ্রিজকেও লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। ম্যাচে গোল করার পর নেদারল্যান্ডস কোচের সামনে সেলিব্রেট করেন লিওনেল মেসি। একই সঙ্গে ম্যাচ শেষে তিনি এবং আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজ রেফারির সমালোচনা করেছিলেন। উল্লেখ্য, আর্জেন্টিনা দল একসময় প্রসিদ্ধ-ই ছিল মারকুটে ফুটবলের জন্য। কিন্তু শুক্রবার ফুটবলারদের যত না দোষ ছিল, তার থেকে বেশি হলুদ কার্ড প্রর্দশন করলেন স্প্যানিশ রেফারি অ্যান্তোনিও মাতেউ লাহোজ।

- Advertisement -

আরও পড়ুন: মুম্বই সিটি থেকে এই ডিফেন্ডারকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল

ফিফা তার বিবৃতি দিয়ে বলেছে, “ফিফা শৃঙ্খলা কমিটি নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার মধ্যে ফিফা বিশ্বকাপ চলাকালীন ফিফা শৃঙ্খলাবিধির ১২ (খেলোয়াড় এবং কর্মকর্তাদের অসদাচরণ) এবং ১৬ (ম্যাচের আদেশ এবং নিরাপত্তা) ধারার সম্ভাব্য লঙ্ঘনের কারণে আর্জেন্টিনার ফুটবলকে ব্যান করতে পারে। আর্জেন্টিনা অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে প্রক্রিয়াও শুরু হয়েছে। ম্যাচটি হয়েছিল ৯ ডিসেম্বর। এছাড়াও ফিফা ডিসিপ্লিনারি কমিটি ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে একই ম্যাচের সঙ্গে সম্পর্কিত ফিফার শৃঙ্খলাবিধির ১২ অনুচ্ছেদের সম্ভাব্য লঙ্ঘনের জন্যও প্রক্রিয়া শুরু করেছে।” আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচে যা হয়েছে সেই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ ফিফা। ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে না পারায় এই ম্যাচের রেফারিকেও অপসারণ করা হয়েছে। এখন খেলোয়াড়দের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি মেসি দোষী সাব্যস্ত হন, তবে তাকেও ব্যান করা হতে পারে। সেক্ষেত্রে বিশ্বকাপের সেমিফাইনালে নাও খেলতে পারেন লিও।