ফুটবল বিশ্বে নতুন সূচনার ইঙ্গিত দিচ্ছেন ফরাসি সেনসেশন

0
63

শান্তি রায়চৌধুরী: কাতার বিশ্বকাপ ফাইনালে নজর কাড়লেন এমবাপে। বিশ্বকাপ জিততে না পারলেও কিলিয়ান এমবাপে জায়গা করে নিয়েছেন ফুটবল কিংবদন্তিদের তালিকায়।

বয়স মাত্র ২৩। এই বয়সেই তার নানা অর্জন, ইতিহাস গড়ে ফেলেছেন, পেছনে ফেলেছেন পেলে-ম্যারাডোনা কিংবা মেসি-রোনালদোদের মতো তারকাদের।

- Advertisement -

আর এই ফরাসি সেনসেশনের এমন সব কীর্তি কিন্তু ইঙ্গিত দিচ্ছে, ফুটবল বিশ্বে নতুন এক সূচনার। এই বয়সে কিলিয়ান এমবাপে যা করেছেন বা করছেন, তা চোখ কপালে তুলতে বাধ্য করবে যে কারোর।

চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে মাত্র ১৯ বছর বয়সে জিতেছেন প্রথম বিশ্বকাপ শিরোপা। সেবার ছিলেন সেরা উদীয়মান তারকা। ফাইনালসহ গোটা আসরে করেন ৪ গোল। হয়েছিলেন ফরাসিদের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক।

রাশিয়া বিশ্বকাপে জাদু দেখিয়ে হারিয়ে যাননি এমবাপ্পে। বিশ্বকাপ জয়ের পর পিএসজির হয়ে উড়তে থাকা এমবাপে কেবল দীর্ঘায়িত করেছেন ভক্তের তালিকা। ক্লাব ফুটবলে ছয়-ছয়টি শিরোপা, গোল করেছেন আড়াইশোর বেশি। কি অবিশ্বাস্য পারফরমেন্স!

ট্রান্সফার উইন্ডোতে তাঁকে দলের নেয়ার জন্য রিয়াল মাদ্রিদ আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে। কিন্তু পারেননি। তার কদর বুঝতে পারা পিএসজি মোটা অঙ্কের টাকা খরচ করে দলে রেখে দেন তাঁকে।

রাশিয়া থেকে কাতারে ২৩ বছর বয়সী এমবাপে
নিজের দ্বিতীয় বিশ্বকাপে মাঠে নেমেছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা নিয়ে। ইনজুরি জর্জরিত, ভাঙাচোরা ফ্রান্সকে নিয়েই পৌঁছে গেলেন টানা দ্বিতীয় ফাইনালে। গোল্ডেন বুটের রেসে জিততে ৫৬ বছরের রেকর্ড ভেঙে করলেন হ্যাটট্রিক। কাগজে-কলমে লড়াইটা ফ্রান্স-আর্জেন্টিনার হলেও আকাশী-নীল শিবিরের সামনে বাঁধা হয়ে দাঁড়ান এমবাপে একাই। কিন্তু দুর্ভাগ্য ফ্রান্সকে চ্যাম্পিয়ন করতে পারেননি এমবাপে।

দ্বিতীয় বিশ্বকাপ জিততে পারেননি ঠিকই ,তবে কাতার বিশ্বকাপে কিলিয়ান নিজের যোগ্যতা ঠিকই প্রমাণ করেছেন। এরই মধ্যে দুটি বিশ্বকাপে করে ফেলেছেন ১২ গোল। রাশিয়ায় করেছিলেন চারটি গোল, এবার কাতারে করলেন আটটি গোল।ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সমান আর ফ্রান্সের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। বিশ্বকাপ ফাইনালে ৪ গোল, যা কিনা এই টুর্নামেন্টের সর্বোচ্চ।

মাত্র ২৩ বছর বয়সেই এতসব অর্জন ফুটবল গ্রেটদের তালিকায় নাম যোগ করে এনেছেন এমবাপে। আর এমনভাবে ছুটতে থাকলে ফরাসি সেনসেশন ছাড়িয়ে যেতে পারেন সর্বকালের সবাইকে। কারণ এখনো যে তার তিনটি বিশ্বকাপ খেলবে সম্ভাবনা রয়েছে। তবে সেসবের জন্য মন্তব্য করতে অপেক্ষা করতে হবে আরও।