“আর্জেন্টিনাকেই ট্রফি দেওয়া হোক”, ফিফার বিরুদ্ধে বড় অভিযোগ পর্তুগালের খেলোয়াড়দের

0
72

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে একের পর এক অঘটন। ফিফা ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডর পর্তুগাল। আল থুমামা স্টেডিয়ামে মরক্কোর কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হল পর্তুগালকে। এই জয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল মরক্কোর দল। স্বাভাবিকভাবেই এই পরাজয়ে হতাশ পর্তুগালের খেলোয়াড়রা। রেফারিং নিয়ে ফিফার সমালোচনাও করতে ছাড়লেন না পর্তুগাল খেলোয়াড়েরা।

অভিজ্ঞ ডিফেন্ডার পেপে এবং মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস ম্যাচে আর্জেন্টিনার রেফারি থাকা নিয়ে প্রশ্ন তোলেন। দুজনেই বলেছেন, আর্জেন্টিনাকে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করার জন্য ষড়যন্ত্র চলছে। পর্তুগিজ টেলিভিশনে পেপে বলেন, “আমাদের ম্যাচে আর্জেন্টিনার রেফারি থাকা অগ্রহণযোগ্য।” পাশাপাশি আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে ম্যাচের কথা উল্লেখ করেন পেপে। ম্যাচ শেষে রেফারির সমালোচনা করেছিলেন লিওনেল মেসিও। পেপে বলেন, “দ্বিতীয়ার্ধে আমরা কী খেললাম? তাদের গোলকিপার মাটিতে পড়ে গেল। মাত্র আট মিনিটের ইনজুরি টাইম দেওয়া হল। আমরা যথাযথ খেলেছি এবং রেফারি মাত্র আট মিনিট যোগ করেছেন।”

- Advertisement -

আরও পড়ুন: ‘এখানেই শেষ নয়’, বললেন মরক্কোর কোচ

এই ম্যাচ রেফারি ফ্যাকুন্ডো টেলোর প্রথম বিশ্বকাপ। তিনি ২০১৯ সালে ফিফা রেফারি প্যানেলে অন্তর্ভুক্ত হন। কাতারে দুটি ম্যাচে রেফারিং করেছেন টেলো। ব্রুনো ফার্নান্দেস ফিফার সমালোচনা করে বলেছেন, “এখানে কে কীভাবে কাজ করে তা আমরা ইতিমধ্যেই জানি।ম্যাচের আগেও আমাদের ধারণা ছিল আমরা কোন ধরনের রেফারির মুখোমুখি হব। দুর্ভাগ্যবশত পর্তুগালের কোনও রেফারি এই টুর্নামেন্টের জন্য নেই। এখানে এখনও অন্যান্য টুর্নামেন্টে থাকা দেশগুলির রেফারি রয়েছে৷ সবাই আর্জেন্টিনাকে ট্রফি দিতে চায়। যদি তাই হয়, তাহলে তাদের আগেই ট্রফি দেওয়া উচিত ছিল।”