বিশ্বকাপের আগে দুশ্চিন্তার ছায়া আর্জেন্টিনা দলে

0
42

অর্ণব বিশ্বাস: দলের তিন প্রধান ফুটবলার চোটগ্রস্থ, বিশ্বকাপ শুরুর আগে যা ক্রমশ চিন্তা বাড়াচ্ছে আর্জেন্টিনা ফুটবল দলের। চোট পাওয়া খেলোয়াড়দের মধ্যে রয়েছেন লিওনেল মেসিও। বিশ্বকাপের আগে চোট সারিয়ে তিনি পুরো ছন্দে ফিরতে পারবেন কিনা তা নিয়ে ইতিমধ্যে সংশয়। মেসি ছাড়া আঙ্কেল দি মারিয়া ও পাউলো দিবালাও চোট পেয়ে মাঠের বাইরে রয়েছেন।

তবে মেসিকে নিয়ে বেশি চিন্তিত দল কারণ এটিই তার শেষ বিশ্বকাপ। ফলে নিজের সেরা খেলাটা উজাড় করে দিতে মরিয়া থাকবেন মেসি সেটা বলাই যায়। আচমকা চোটের কারণে গত দুটি ক্লাব ম্যাচে খেলতে পারেননি তিনি তার চোখটা কতটা গুরুতর এবং কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে তা এখনই বোঝা যাচ্ছে না।

- Advertisement -

আরও পড়ুনঃ ১৫ বছর পর ফের পাকিস্তানে খেলতে যেতে পারে ভারতীয় ক্রিকেট দল

ডি মারিয়া এবং দিবালা ইটালীয় লিগ খেলতে গিয়ে চোট পেয়েছেন। জুভেন্টাসে খেলা ডি মারিয়ার চোট লেগেছে অন্যদিকে রোমার হয়ে খেলা দিবালা পেনাল্টি নিতে গিয়ে চোট পেয়েছেন পেশীতে।

আর্জেন্টিনাকে বিশ্বকাপে ভালো ফল করতে গেলে তাদের অন্যতম এই তিন ফুটবলারকে দরকার তাই তাদের চোট রীতিমতো ভাবিয়ে তুলেছে আর্জেন্টিনা দলকে।