সুস্বাদু খাবারের স্বর্গ, রমজান মাসে খাদ্যের পসরা নিয়ে সেজে ওঠে কলকাতার এই রাস্তা

0
67

খাস ডেস্ক: শুরু হয়ে গিয়েছে পবিত্র রমজান মাস। টানা একমাসের রোজার পর আসবে খুশির উৎসব ঈদ। সারাদিনের রোজার পর সূর্যাস্তের পর ইফতারিতে চলে খাওয়া-দাওয়া। এইসময়ে নানা বৈচিত্র্যের খাদ্যের পসরা নিয়ে সেজে ওঠে কলকাতার জাকারিয়া স্ট্রীট। খাদ্যপ্রেমীদের জন্য এক অনবদ্য ঠিকানা।

আরও পড়ুন:হাঁসখালি কাণ্ডের জল গড়াল আদালতেও, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

- Advertisement -

রমজানের এই একমাস চিতপুরের জাকারিয়া স্ট্রীট যেন হয়ে ওঠে সুস্বাদু খাবারের স্বর্গ। ভিতরে ঢুকেই দুই পথ বরাবর হাঁটতে শুরু করলেই নাকে হরেক রকমের খাবারের স্বাদ। ঘিয়ে ভাজা লাচ্ছা, সিমুই, সুতি কাবাব, চিকেন চাঙরেজি, এক অদ্ভুত মাছ ভাজা যার নাম ‘মাহি আকবরী’। এছাড়া, নানা রকমের মাছ ও চিকনের হাজারও পদ পাওয়া যাবে এখানে।

জাকারিয়া স্ট্রীটে দিল্লি ৬ থেকে ট্রাই করতে পারেন কোয়ার্টার চিকেন ফ্রাই (৫-৬ পিসের দাম ১২০ টাকা), কোয়ার্টার আফগানি চিকেন (৫ পিস ১৭০ টাকা), কোয়ার্টার তান্দুরি বাটার গ্রেভি (৪ পিস ১৭০ টাকা)। দিল্লি ৬ লাগোয়া টাস্কিন থেকে খাবার ট্রাই করতে পারেন। এখানে ফিশ মাহি আকবরী (কোয়ার্টার ২১০ টাকা), চিকেন চাঙরেজি (কোয়ার্টার ২১০ টাকা), ফালুদা (৭০ টাকা) ট্রাই করতে পারেন। হাজি আলিউদ্দিনের বিখ্যাত ‘অমৃত সমান’ বত্তিশি হালুয়া খেয়ে দেখতেই হবে যার দাম ১০০ গ্রামের ৫৪ টাকা। আদম কাবাব শপের চিকেন সুতা কাবাব ৭০ টাকা এবং বিফ হলে ৬০ টাকায় পাওয়া যাবে।

আরও পড়ুন: দেওঘরে রোপওয়ে ভেঙে ভয়াবহ দুর্ঘটনায় মৃত দুই মহিলা

জাকারিয়া স্ট্রীট যাওয়ার উপযুক্ত সময় বিকেল সাড়ে ৫ টার পর। যাওয়ার আগে অবশ্যই আগে থেকে পকেটে নগদ টাকা রাখা জরুরী।