দাড়ি কামালেই এড়ানো যাবে করোনাভাইরাসের ঝুঁকি

0
113

খাস ডেস্ক: লকডাউন যত বাড়ছে, ততই বাড়ছে ছেলেদের দাড়ির দৈর্ঘ্য। সারা বছর কাজের জন্যে সাধের দাড়ি নিয়ে এক্সপেরিমেন্ট করা হয় না। আবার সাধারণ মানুষের পাশাপাশি পেশার তাগিদে ছবিতে এই দাড়িই অন্য লুক দেয় তাঁদের। সকলের নজর কাড়েন অভিনেতারা। তবে ছবির লুকে প্রয়োজন থাকলে তবেই দাড়ি বাড়ান। অনেকে আবার ইচ্ছে থাকলেও দাড়ি রাখতে পারেন না অফিসের হাজারও নিয়ম-নীতির কারণে।

কিন্তু এই লকডাউন তাঁদের সে সুযোগ করে দিয়েছে। বাড়িতে দাড়ি কাটার হাজারো উপায় থাকলেও দাড়ি না কাটার অজস্র ফন্দি ফিকির খুঁজে বার করেছেন তাঁরা। অবশ্য দাড়ি রাখলে যে কোনও পুরুষকেই একটু বেশিই হ্যান্ডসাম লাগে।

- Advertisement -

আবার কেউ কেউ ক্লিন শেভড লুকও পছন্দ করেন, তবে তার সংখ্যা অনেকটাই কম। এখন হলি-বলি সেলেব থেকে শুরু করে খেলার দুনিয়ার তারকারাও দাড়ির নানা রকম ছাঁট দিয়ে থাকেন। আর আমরা তাঁদেরকেই অনুসরণ করি।

কিন্তু আপনি কি জানেন এই দাড়িই আপনাকে করোনা ভাইরাসের দিকে ঠেলে দিচ্ছে। বর্তমানে সারা বিশ্ব জর্জরিত করোনাভাইরাসের আতঙ্কে। ভারতে এই ভাইরাসে প্রচুর মানুষ মারা গিয়েছে ইতিমধ্যেই। সারা বিশ্বে লক্ষাধিক মানুষ আক্রান্ত এই ভাইরাসে। এই মহামারীর মধ্যে দাঁড়ি রাখা একদম স্বাস্থ্যকর বিষয় নয়। তাহলে জেনে নিন এর ফলে আপনি আপনার জীবনে কত বড় বিপদ ডাকছেন।

এই বিষয়ে মানুষকে সচেতন করতে এক সাক্ষাৎকারে আমেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজির সদস্য ডঃ অ্যান্টনি এম রসি বলেছেন,” আপনার দাড়ি যদি খুব ঘন হয় তবে তা আপনার চোয়ালের কাছে চলে আসে। এর ফলে মাস্ক পরলে সেটি আপনাকে বিপদের মুখে ফেলে দেয় অর্থাৎ ভাইরাসগুলি মাস্কের ফাঁক দিয়ে আপনার শরীরে প্রবেশ করে।”

তিনি আরও জানান, পাশাপাশি যদি কোন করোনা আক্রান্ত ব্যক্তি মাস্ক পরে শ্বাস নিতে, কথা বলতে বা কাশতে যান তাহলে ভাইরাসগুলি আপনার মাস্কের ভিতর থেকে বেরিয়ে এসে সংক্রমণ ঘটায়, এছাড়া বাতাসে ভাসমান অন্যান্য ভাইরাস আপনার মাস্কের পাশ দিয়ে শরীরে প্রবেশ করতে পারে যদি আপনার দীর্ঘ দাড়ি থাকে। তাই করোনা আবহে ক্লিন শেভ করুন।