করোনায় মৃত্যু ফের বাড়ছে

0
82
covid

বিশ্বদীপ ব্যানার্জি: ইতিমধ্যেই ফের মাথাচাড়া দিতে শুরু করেছে করোনা ভাইরাস। গত ২৪ ঘন্টায় ফের হু হু করে বাড়ল মৃত্যুর সংখ্যা। ওয়ার্ল্ডোমিটারস জানাচ্ছে, গত একদিনে বিশ্বজুড়ে মোট ৬৭৭ জনের মৃত্যু ঘটেছে। যা তার আগের দিনের তুলনায় দেড়শো বেশি।

আরও পড়ুন: রইল না আর কোনও বাধা, এবার থেকে যত খুশি সন্তান নেওয়া যাবে

- Advertisement -

তবে মৃত্যুহার বাড়লেও নতুন করে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে গত ২৪ ঘন্টায়। নতুন করে আক্রান্ত হয়েছেন ৮২,০৫৯ জন। যা আগের দিনের তুলনায় ৪২ হাজার কম। এছাড়া ৫২,২১৭ জনের সুস্থ হয়ে ওঠার তথ্য পাওয়া যাচ্ছে ওয়ার্ল্ডোমিটারস থেকে।

গত ২৪ ঘন্টায় সবথেকে বেশি মৃত্যু ঘটছে জাপানে। এ সময় দেশটিতে ২০৬ জন মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি আক্রান্ত হয়েছেন ২১,৪২৬ জন। অন্যদিকে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে তাইওয়ানে। ২২,২৯১ জন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭,৬৭৫ জন। তার মধ্যে মৃত্যু ঘটেছে ৯৯ জনের।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এখনও পর্যন্ত সারা বিশ্বে সার্বিকভাবে আক্রান্ত হয়েছেন ৬৭,৪৯,৯৩,৭৬৬ জন। আর তার মধ্যে মৃত্যু ঘটেছে ৬৭,৬০,৬৩৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৬৪,৭৩,০৮,১৫৬ জন। এদিকে ভারতে গত ২৪ ঘন্টায় কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন ৮০ জন। মৃত্যু হয়েছে ২ জনের।