কঠিন অসুখে আক্রান্ত ‘ডাই হার্ড’ অভিনেতা ব্রুস উইলিস, আর কথা বলতে পারবেন না

0
42

নিউইয়র্ক: এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন ‘ডাই হার্ড’ খ্যাত তারকা অভিনেতা ব্রুস উইলিস। এক ধরণের বিশেষ প্রকারের ডিমেনশিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। যার নাম, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। এই রোগের কারণে বাকশক্তি হারিয়ে ফেলেছেন অভিনেতা।

আরও পড়ুন: ফের ইন্দ্রপতন, চলে গেলেন পদ্মশ্রীপ্রাপ্ত বিশিষ্ট সংগীতশিল্পী পণ্ডিত বিজয় কিচলু

- Advertisement -

অন্যদিকে চিকিৎসকেরা জানাচ্ছেন, কোনও চিকিৎসাতে-ই এই রোগের নিরাময় হবে না। স্বাভাবিকভাবেই যথেষ্ট উদ্বেগের মধ্যে এই মুহূর্তে রয়েছে ব্রুসের পরিবার। তাদের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, ব্রুস কারও সঙ্গেই ঠিক করে কথা বলতে পারছেন না। যদিও রোগটি যে সঠিকভাবে শনাক্ত করা গিয়েছে তাতে একটু হলেও নিশ্চিন্ত অভিনেতার পরিবার।

ইতিপূর্বে ২০২২ সালের মার্চে ব্রুসের পরিবার জানিয়েছিল, অভিনেতা আর রুপোলি পর্দায় ফিরবেন না কখনও। কারণস্বরূপ আফেসিয়া রোগের কথা বলা হয়‌। এই রোগে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন ‘ডাই হার্ড’ তারকা। এবারে ডিমেনশিয়া’র কথা বলা হল।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

সম্প্রতি এক বিবৃতিতে পরিবারের তরফে বলা হয়, এখন অনেকটাই ভাল আছেন ব্রুস। কিন্তু এই রোগের কোনও চিকিৎসা নেই। বিবৃতিতে বলা হয়, “২০২২ সালে আমরা আফেসিয়া রোগের কথা বলেছিলাম। এটি খুবই বিরল এবং কঠিন অসুখ। এখন ও ভাল আছে। কিন্তু এর কোনও চিকিৎসা নেই। বরাবরই ব্রুস নিজের কণ্ঠে বিশ্বাস রেখেছে, যদি আজ পারত তাহলে অবশ্যই এই রোগে আক্রান্ত মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কথা বলত। আপনারা যে ভালবাসা ব্রুসকে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ।”