হারের আতঙ্কে ভোট লুঠের পরিকল্পনা করেছে তৃণমূল, বিস্ফোরক মোদী

0
168

খাস খবর ডেস্ক: বিধানসভা নির্বাচনে হার যে নিশ্চিত তা বুঝে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই আগামী চার দফা নির্বাচনে ভোট লুঠ করার পরিকল্পনা করেছে ঘাস ফুল শিবির। এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে মোদী আরও দাবি করলেন যে প্রথম চার দফায় আসন সংখ্যা ১০০ ছুঁয়ে ফেলেছে বিজেপি।

আরও পড়ুন- west bengal assembly election 2021: ফের জাতপাতের প্রশ্নে বিজেপিকে আক্রমণ মমতার

- Advertisement -

সোমবার রাজ্যের একাধিক জায়গায় জনসভায় হাজির ছিলেন নরেন্দ্র মোদী। প্রথমে যান বর্ধমানে। সেখানের সভার বক্তব্য রাখার সময়ে দাবি করেন যে প্রথম চার দফার ভোটে অনেক চার এবং ছয় মেরেছে বিজেপি। ওই চার দফাতেই ১০০ আসন পদ্মের পকেটে ঢুকতে চলেছে বলেও দাবি করেন মোদী। এরপরে গঙ্গার পূর্বপারে নদিয়া জেলার ভোটের প্রচারে যান। সেখানেই আগামী দফার ভোটে বিশৃঙ্খলা নিয়ে আশঙ্কা প্রকাশ করেতে দেখা গিয়েছে তাঁকে।

আরও পড়ুন- গণপিটুনিতে ছেলের মৃত্যুর খবর শুনে শোকে মারা গেলেন বিহার পুলিশ অফিসারের মা

এদিন নদিয়ার সভায় দাঁড়িয়ে মোদী বলেন, “নিজেদের হারের বিষয়ে নিশ্চিত হয়ে গিয়েছে তৃণমূল। সেই কারণেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবতীয় সীমা অতিক্রম করে ফেলেছে। তৃণমূল এখন এখন ভোটারদের ভোটদান রুখতে চাইছে। পাশাপাশি তৃণমূলের গুণ্ডাবাহিনী ভোট লুঠ করার প্রস্তুতি শুরু করে দিয়েছে।”

একই সঙ্গে নদিয়ার জনসভা থেকে তপশিলি জাতি-উপজাতিদের নিয়েও তৃণমূলকে আক্রমণ করেছেন মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “তৃণমূলের নেতানেত্রীরা এখন তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসিদের নিয়ে বিদ্রূপ করছে। অনেকে গালি দিচ্ছে। কারণ ওই সকল মানুষ বিজেপিকে সমর্থন করছে।” যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে মোদী বলেছেন, “দিদি, সমগ্র দেশ দেখেছে গত ১০ বছরে আপনি দলিত এবং অনগ্রসর শ্রেণীর মানুষদের সঙ্গে কেমন আচরণ করেছেন।”