প্রথম দশে নেই কলকাতা, ফেল করল ১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী! উঠে আসছে অযোগ্য শিক্ষকদের প্রসঙ্গ

0
32
Primary TET

সুমন বটব্যাল, কলকাতা: প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল৷ পর্ষদের প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের মেধা তালিকায় (প্রথম দশে) স্থান পেয়েছেন ১১৮ জন৷- খবর এটা নয়৷

প্রথমে দশে কলকাতার একজনও ঠাঁয় পাইনি! শুধু তাই নয়, সার্বিকভাবে গতবারের তুলনায় এবারে পাশের হার কমেছে শতকরা ০.৪৫ শতাংশ৷- খবর এটাই৷

- Advertisement -

বস্তুত, ইতিমধ্যেই পাশের হার কমা, মেধা তালিকায় কলকাতার একজনও ঠাঁয় না পাওয়ার বিষয়টিকে সামনে রেখে বড় প্রশ্ন তুলেছেন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স এন্ড হেডমিষ্ট্রেসেস সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি৷ তিনি বলেন, ‘‘কলকাতা জেলা থেকে একজনও মেধা তালিকায় নেই! রাজ্যে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা এত বেশি কেন? অ্যাডমিট কার্ড পেয়েও একটা বড় অংশের ছাত্র-ছাত্রী পরীক্ষায় বসেনি! ছাত্র এবং ছাত্রী পরীক্ষার্থীর আনুপাতিক হিসাবে ২২% এরও বেশি ছাত্রী পরীক্ষার্থী! সমাজ ব্যবস্থার শিক্ষা ক্ষেত্রে অশুভ সংকেত! ছাত্র পরীক্ষার্থী হারিয়ে যাচ্ছে! মূল স্রোতে থাকছে না! সমাজে শিক্ষা ব্যবস্থায় অসাম্য তৈরি হচ্ছে! অবিলম্বে শিক্ষা দপ্তর এবং মধ্যশিক্ষা পর্ষদ কে উপরোক্ত বিষয়গুলি পর্যালোচনা করে ব্যবস্থা নিতে অনুরোধ করব৷’’

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে জেতা মানেই পাঁচ বছর করে খাওয়ার লাইসেন্স! কি বললেন অভিষেক

মনে করিয়ে দিয়েছেন, ‘‘গ্রাম বাংলার অধিকাংশ বিদ্যালয়ে অধিকাংশ বিষয় শিক্ষক শিক্ষিকা নেই। পরীক্ষার এই ফলাফল ওই অভাবকে ঢাকতে পারবে না। অবিলম্বে স্বচ্ছভাবে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মীর নিয়োগ জরুরি।’’ বস্তুত, এবারে সার্বিক পাশের হার ৮৬.১৫ শতাংশ। আগেরবারের থেকে ০.৪৫ শতাংশ কম। ১৬টা জেলা থেকে প্রথম দশে ১১৮ জন। সার্বিক ফলাফলের নিরিখেও পিছিয়ে কলকাতা৷ প্রথম পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় কালিম্পং, তৃতীয় কলকাতা। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর ৯২.১৩ শতাংশ। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন পরীক্ষার্থী। ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ পাশ করেছে। অর্থাৎ পাশ করতে পারেনি বা অকৃতকার্য পড়ুয়ার সংখ্যাটা প্রায় ১ লক্ষ ১৭ হাজার৷

হাজারও পরিকাঠামো থাকা সত্ত্বেও আধুনিক যুগে কেন এত পড়ুয়া অকৃতকার্য হচ্ছেন, সঠিক কারণটাই বা কি? নেপথ্যে কি টাকার বিনিময়ে চাকরির ঘুণ? প্রকৃত গলদটাই খুঁজে বের করার দাবি উঠছে শিক্ষামহলের অন্দর থেকে৷ হবে কি না, সময়েই মিলবে সদুত্তর, মত ওয়াকিবহাল মহলের৷

আরও পড়ুন: ভানু বেঁচে থাকলে সত্যি কি শুভেন্দুর বিপদ বাড়তো? কুণালের মন্তব্য ঘিরে বাড়ছে প্রশ্ন

আরও পড়ুন: সাবধান! এই কারণে জ্বলজ্যান্ত আপনার নামের আগে বসতে পারে ‘লেট’ শব্দটি