নবমীর বিকেলে নজরকাড়া পোশাকের সাজ, মাথায় রাখুন এই টিপসগুলি 

0
67

খাস ডেস্ক: পুজোর অপেক্ষায় দিন গুনতে গুনতে নবমী এসে হাজির। এদিন বিকেলে প্যান্ডেল হপিং ছাড়াও অনেক প্ল্যানিং ইতিমধ্যেই থাকে অনেকের। তবে নবমীর দিনে কেমন সাজবেন এখনও ভেবে উঠতে পারেননি। মাথায় রাখুন এই টিপসগুলি।

আরও পড়ুন: Weather update: নবমীতেও ভারী বর্ষণের সর্তকতা, রইল আবহাওয়ার পূর্বাভাস…

- Advertisement -

নবমী মানেই পুজোর বাকি দিনগুলির তুলনায় একটু বেশি জমকালো সাজ।

নবমীর বিকেলের জন্য বেছে নিতে পারেন ইন্দো ওয়েস্টার্ন ফিউশন আউটফিট

ঘেরওয়ালা বেনারসি লেহেঙ্গার সঙ্গে সাদা শার্ট। পোশাক সজ্জায় টুইস্ট আনতে পারে এই ফ্যাশন। এছাড়া, লিস্টে রাখতে পারেন এমবিলেশড গাউন, ডেনিম জিন্সের সঙ্গে ক্রপ টপ।

যারা শাড়ি পছন্দ করেন তারাও এদিন অন্যরকম ভাবে শাড়িতে সেজে উঠুন।

নবমীতে কালো, বেগুনি, সবুজ, নীল রঙ গুলি বেশ ইন থাকে। কিন্তু আধুনিকতার যুগে‌ মেয়েরা ঝুঁকেছে প্যাস্টেল শেডের দিকে। এইদিন প্যাস্টেল শেডের শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ এবং মানানসই গয়নার হালকা সাজে নজর কাড়তে পারেন সকলের।

ইন্দো ওয়েস্টার্ন স্টাইলে শাড়ি পরে বেরিয়ে পড়ুন প্যান্ডেল হপিংয়ে। এক্ষেত্রে বেছে নিতে পারেন প্যান্ট স্টাইল শাড়ি। এ ধরনের পোশাক কিনতেও পারেন অথবা স্কিনি, টাইট জিন্সের সঙ্গে শাড়ি পরে নিতে পারেন।

আরও পড়ুন: Market price: আজ কলকাতার বাজারে কত যাচ্ছে মাছ-মাংসের দাম, জেনে নিন বাজারদর…

শাড়ির সঙ্গে ব্লাউজের বদলে টপ পড়তে পারেন। নবমীর সন্ধ্যায় দারুন মানাবে। বাঙালিয়ানা এবং ওয়েস্টার্নের ছোঁয়া একত্রে দেখা যাবে।

আনারকলি সালোয়ারের বদলে শারারা বাছতে পারেন। বাঙালিয়ানার সঙ্গেই ট্রেন্ডে রয়েছে। ভারী অক্সিডাইজড জুয়েলারি পরতে পারেন।