জলদাপাড়ায় পর্যটকদের গাড়িতে গন্ডারের আক্রমণের নেপথ্যে যা ঘটেছিল

0
56

জলদাপাড়া: সেলফি তোলার নামে বন্যপ্রাণীকে উত্যক্ত করার দিন শেষ৷ নয়া বিধি আনছে বন দফতর৷ নির্দেশ উপেক্ষা করলে পড়তে হবে কড়া শাস্তির মুখে৷ শনিবার জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডারের আক্রমণে মুখে পড়েছিল পর্যটক বোঝাই জিপসি গাড়ি৷ ওই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন বন দফতরের কর্তারা৷

জলদাপাড়া অভয়ারণ্যের এক পদস্থ কর্তা বলেন, ‘‘অনেক সময়েই এক শ্রেণির পর্যটকরা বেপরোয়া হয়ে বন্যপ্রাণীদের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন৷ অকারণে বন্যপ্রাণীদের উত্যক্ত করার চেষ্টা করেন। তাতেই নিরাপত্তার অভাব বোধ করে আক্রমণমুখি হয়ে পড়ে বন্যপ্রাণীরা। তাই আমরা একাধিক নির্দেশ আনছি শীঘ্রই৷’’

- Advertisement -

বন কর্তাদের দাবি, শনিবারের ভিডিও ফুটেজে লক্ষ্য করা গিয়েছে যে, গন্ডারটি যখন জিপসির দিকে তেড়ে আসছিল, তখনও ওই গাড়ির বাঁ দিকের দরজা খুলে ছবি তুলছিলেন এক বেপরোয়া পর্যটক। তাই সেলফি নামে বন্যপ্রাণীকে উত্যক্ত করা বন্ধের বিষয়ে কড়া শাস্তির নির্দেশ আনার প্রক্রিয়া শুরু হয়েছে৷ শনিবারের ওই দুর্ঘটনার পর রবিবার জলদাপাড়া বনবিভাগের শীর্ষ বনাধিকারিকরা গাইড, জিপসি চালকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। তাতে ঠিক হয় যে, এখন থেকে জঙ্গলের ভেতরে ঢুকে কোনও পর্যটক জিপসি থেকে বিনা অনুমতিতে নিচে নামতে পারবেন না। খোলা যাবে না গাড়ির দরজা। হাতি, বাইসন অথবা গন্ডার দেখার সময় নিরাপদ দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে। অকারণে বন্যপ্রাণিদের উত্যক্ত করা যাবে না। ওই বিশেষ নির্দেশিকা গুলি কোনো ভাবে অগ্রাহ্য করলে শাস্তির মুখে পড়তে হবে পর্যটকদের।

একই সঙ্গে শনিবারের ঘটনার তদন্তে নেমে বনকর্তারা মনে করছেন, জিপসি ওনার, গাইড এবং গাড়ির চালকদের মধ্যেও সমন্বয়ে ঘাটতি রয়ে যাচ্ছে৷ তাই জিপসি চালক ও গাইডদের নিয়ে দ্রুত বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়াও বনপথের বাঁকে থাকা ঝোপঝাড় কেটে সাফ করা হবে। যদিও পর্যটকদের তরফেও সামনে আনা হচ্ছে কিছু প্রশ্ন৷ তাঁরা বলছেন, শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে মোটা লোহার জালে মোড়ানো গাড়িতে অনেক বেশি নিরাপদভাবে পর্যটকদের ঘোরানোর ব্যবস্থা রয়েছে৷ সেক্ষেত্রেউত্তরবঙ্গের অন্যান্য জঙ্গল সাফারিতেও কেন একই ব্যবস্থা চালু করা হচ্ছে না? কারণ, সবকিছু নিয়ম মানার পরও হুড খোলা জিপসিতে তো ঝুঁকি থেকেই যায়!

আরও পড়ুন: বিদেশে সবজি এবং ফলের আকাল, অনেকেই বাধ্য হচ্ছেন শালগম খেতে