বাড়ছে অনুপ্রবেশ, প্রশ্নের মুখে ভারত-বাংলাদেশের সীমান্ত সুরক্ষা

0
58

বসিরহাট: রয়েছে কাঁটাতার৷ রয়েছে সশস্ত্র রক্ষীর প্রহরাও৷ তারপরেও ভারত-বাংলাদেশ সীমান্তে ( border) বন্ধ করা যাচ্ছে না অনুপ্রবেশ৷ কারও অভিযোগ নয়, খোদ বিএসএফের স্ট্যাটাস রিপোর্টই বলছে এই কথা৷ সূত্রের খবর,সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করতে গিয়ে গত পাঁচ দিনে ১৫ জন বাংলাদেশি গ্রেফতার হয়েছেন৷ তারপরেও যে অনুপ্রবেশ প্রবণতা বন্ধ হয়নি তার প্রমাণ আজ সকালে বসিরহাটের স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্ত৷

আজ সকাল বেলা ওই এলাকা দিয়ে দু’জন বাংলাদেশী ভারতে ঢুকে পড়েছিলেন৷ সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। জওয়ানদের দাবি, এরপরই জেরায় ভেঙে পড়েন এই দুই মহিলা৷ সীমান্তে অনুপ্রবেশের কথা স্বীকার করে নেন৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জওয়ানেরা ধৃত দুই বাংলাদেশিকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃতদেরকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

- Advertisement -

বস্তুত, সম্প্রতি হিঙ্গলগঞ্জে ইছামতি নদীতে বিএসএফের অত্যাধুনিক তিনটি আউটপোস্ট জলযান উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন তিনি। সীমান্ত ( border)  নিরাপত্তা আরও জোরদার করার ওপর জোর দিয়েছিলেন। কিন্তু তারপরেও যে সীমান্ত সুরক্ষা নজরদারিতে ফাঁক রয়েছে তা এই ঘঠনা থেকে আবারও স্পষ্ট হলে বলেই মনে করা হচ্ছে৷ যদিও জওয়ানদের দাবি, তাঁদের নিরাপত্তা আঁটসাটো রয়েছে বলেই ৫ জিনে ১৫ জনকে গ্রেফতার করতে পেরেছে৷ তবে এই প্রবণতা যে ভাল লক্ষ্মণ নয়, তা মানছেন গোয়েন্দারাও৷

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার কাঠগড়ায় বিজেপি বিধায়কের কন্যা

downloads:https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor