নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার কাঠগড়ায় বিজেপি বিধায়কের কন্যা

0
54
aiims

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার আদালতের আতসকাচের নিচে বিজেপি বিধায়কের কন্যা! অভিযোগ, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী কল্যাণী এমসের (AIIMS) ডেটা এন্ট্রি অপারেটরের চাকরির পরীক্ষায় না বলেই ওই পদে চাকরি পেয়েছেন। মাস ফুরলো তিনি ৩০ হাজার টাকা বেতনও পাচ্ছেন। অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের প্রভাবেই নিজের মেয়েকে চাকরি পাইতে দিতে সমর্থ হয়েছেন নীলাদ্রি৷ এমনই অভিযোগে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সুজিত চক্রবর্তী নামে এক ব্যক্তি৷

আদালত সূত্রের খবর, ওই অভিযোগের ভিত্তিতে এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সিআইডির কাছে তদন্তের স্টেটাস রিপোর্ট চেয়েছে৷ এদিন ওই মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়, আগামী ১৬ অগস্টের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। স্বভাবতই, নিয়োগ কেলেঙ্কারিতে রাজ্যের শাসকদলের পর এবার প্রধান বিরোধী দল বিজেপি বিধায়কের নাম জড়িয়ে যাওয়ায় রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে৷

- Advertisement -

আদালতে মামলাকারী সুজিত চক্রবর্তীর অভিযোগ, কল্যাণী এমসের (AIIMS) নিয়োগ প্রক্রিয়ায় হস্ক্ষেপ করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার সহ রাজ্য বিজেপির কয়েকজন প্রভাবশালী৷ শুধু নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী নয়, তাদের অঙ্গুলি হেলনে একাধিক জনকে নিয়ম বর্হিভূতভাবে চাকরিতে নিয়োগ করা হয়েছে৷ তারপরই যেভাবে আদালতের তরফ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে তাতে জোর চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে৷ ওয়াকিবহাল মহলের মতে, দুর্নীতির দায়ে ক্ষোদ প্রাক্তন শিক্ষামন্ত্রী কারাবাসে৷ এবার নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল বিরোধীদলেরও৷ স্বভাবতই শিক্ষিত বেকারদের ভবিষ্যৎ নিয়ে উষ্মা প্রকাশ করছে সংশ্লিষ্ট মহল৷

আরও পড়ুন:পার্থ ইস্যুতে এবার প্রকাশ্যে মুখ খুললেন শোভনদেব

downloads: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor