আর্থিক লেনদেনে গোলযোগ নয়, অন্য কারণে গ্রেফতার হন Paytm কর্ণধার

0
20

খাস ডেস্ক: পেটিএম কর্তৃপক্ষের জন্য একদমই ভালো যাচ্ছে না সময়। দিল্লিতে ডিসিপির গাড়িতে ধাক্কা মেরে গ্রেফতার হন পেটিএমের কর্ণধার বিজয় শেখর শর্মা। ঘটনাটি গত মাসের ২২ তারিখের। যদিও পড়ে জামিনে ছাড়া পেয়ে যান তিনি।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন খাস খবর অ্যাপ: https://apps.apple.com/us/app/khas-khobor/id1611881040

পুলিশ সূত্রে খবর, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি নিজের গাড়ি জ্যাগুয়ার ল্যান্ড রোভার চালিয়ে যাচ্ছিলেন পেটিএম কর্ণধার। সেইসময় মাদার ইন্টারন্যাশনাল স্কুলের কাছে ডিসিপি অর্থাৎ দক্ষিণ দিল্লির জেলা পুলিশ কমিশনার মেরি জাইকারের গাড়িতে ধাক্কা মারেন। পরিস্থিতি গোলমাল বুঝে সঙ্গে সঙ্গে পালিয়ে যান বিজয় শর্মা। কিন্তু ডিসিপির গাড়ির চালক পুলিশ কনস্টেবল দীপক শর্মা গাড়ির নম্বর লিখে নেন। এরপরই তদন্ত শুরু করে পুলিশ।

আরও পড়ুন: Body Recovered: নিখোঁজ ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়

তদন্তের কয়েকদিনের মধ্যেই পুলিশ জানতে পারে ওই গাড়িটি পেটিএম সংস্থার কর্ণধার বিজয় শেখর শর্মার। দক্ষিণ দিল্লি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। পরবর্তীকালে জামিনে ছাড়া পান তিনি। এই ঘটনার প্রায় ৩ সপ্তাহ দিল্লি পুলিশের মুখপাত্র বিষয়টি প্রকাশ্যে এনেছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়, পেটিএম ব্যাঙ্কে নতুন করে অ্যাকাউন্ট খোলা যাবে না। ভারতীয় ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯-এর ৩৫ এ ধারা অনুযায়ী পেটিএম ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কবে থেকে আবার গ্রাহকরা অ্যাকাউন্ট খুলতে পারবেন, পরবর্তীকালে বিবৃতি দিয়ে জানাবে আরবিআই।