সম্পত্তি নিয়ে বিবাদ, ছেলে-বউমা ও দুই নাতনিকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারল ৭৯ বছরের বাবা

0
281
fire

তিরুবন্তপুরম: সম্পত্তি লোভ বড়ই খারাপ জিনিস বলেই উল্লেখ করা হয়। তবে শুধু মুখের কথা নয় বাস্তবেই সম্পত্তি পাওয়ার জন্য কিছু অনেক মানুষ নিজেদের আপনজনদের খুন করতেও পিছুপা হয়না। তবে সম্পত্তি ন্যে বিবাদের জেরে শিউড়ে ওঠার মত ঘটনা ঘটেছে। একজন বৃদ্ধ ব্যক্তি সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে আগুন (Fire)  লাগিয়ে তাঁর নিজের ছেলে বউমা ও দুই নাতনিকে হত্যা করেছে।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020 

শনিবার ভোরে ঘটনা কেরলের ইদ্দুকিতে ঘটনাটি ঘটেছে বলেই জানিয়েছে পুলিশ। অভিযুক্তের ছেলে, পুত্রবধূ এবং দুই স্কুলগামী নাতনি, যারা বাড়ির ভিতরে ঘুমাচ্ছিল তাঁদের আগুনে (Fire) পুড়ে মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। ৭৯ বছরের হামিদ ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে জানালা দিয়ে ঘরের ভিতরে পেট্রোল ভর্তি ছোট বোতল ছুড়ে মারে। তারপরেই ঘুমন্ত ছেলের বাড়িতে আগুন ধরিয়ে দেন। পরিবারের একজন সদস্য আগুন দেখে জেগে উঠে সাহায্যের জন্য চিৎকার করলেও লাভ হয়নি কিছুই। তাঁদের বাঁচার সব রাস্তা আগুন লাগানোর সঙ্গে অভিযুক্ত বাবাই বন্ধ করে রেখেছিল।

আরও পড়ুন- প্রতিশ্রুতি পূরণই মূল লক্ষ্য, আজ হবে ভগবন্ত মানের মন্ত্রিসভার প্রথম বৈঠক

পুলিশের মতে একজন প্রতিবেশী জানান, হামিদকে পেট্রোল ভর্তি একটি বোতল বাড়িতে ছুড়ে মারতে দেখা গিয়েছে। একজন সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, “এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল কারণ হামিদ অপরাধটি করার জন্য কমপক্ষে পাঁচটি বোতলের মধ্যে পেট্রোল মজুত করেছিল এবং এমনকি আগুন নেভানোর সম্ভাব্য উপায় যেমন, বাড়ির জলের ট্যাঙ্কটি খালি করে দিয়েছিল। এমনকি তিনি উদ্ধার প্রচেষ্টার জন্য প্রতিবেশীদের কুয়া থেকে জল আনতে বাধা দেওয়ার জন্য বালতি এবং দড়ি সরিয়ে ফেলেন।” এই কারণেই বিশাল অগ্নিকাণ্ডের কারণে প্রতিবেশীরা তাদের উদ্ধার করতে পারেনি। অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।