মানুষকে কষ্ট দিয়ে অবরোধ ইসলাম শেখায়নি, বিস্ফোরক তহ্বা সিদ্দিকি

0
109

কলকাতা: অবশেষে হাওড়ার হিংসা কাণ্ডে মুখ খুললেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। কেন্দ্রের শাসকদল বিজেপির পাশাপাশি অশান্তকারীদের সমালোচনাতেও সরব হলেন তিনি৷ একই সঙ্গে অশান্তকারীদের অবিলম্বে গ্রেফতারির জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন তহ্বা৷ আমজনতার উদ্দেশ্যেও তহ্বার আবেদন, ‘‘অশান্তকারীদের ফাঁদে কেউ পা দেবেন না৷’’

পরিস্থিতির জন্য সরাসরি বিজেপির শীর্ষ নেতৃত্বকে দায়ী করে তহ্বা সিদ্দিকি বলেন ‘‘নূপুর শর্মাদের করা বিবৃতির জন্য মানুষের এমন ভোগান্তি৷ সব জেনেও বিজেপির শীর্ষ নেতৃত্বরা সময়ে পদক্ষেপ গ্রহণ করলে এমন পরিস্থিতি তৈরি হত না৷’’ একই সঙ্গে হিংসাকারীদের বিরুদ্ধে তহ্বা বলেন, ‘‘মানুষকে কষ্ট দিয়ে অবরোধ ইসলাম শেখায়নি। এটা শরিয়তের শিক্ষা নয়।’’ সন্দেহ প্রকাশ করেছেন, ‘‘আপনাদের জানা নেই ওই বিক্ষোভে আর এস এস ঢুকে ঢিল ছুঁড়বে। আর তাতে বদনাম হবে মুসলমানদের।’’

- Advertisement -

বাংলার সাম্প্রদায়িক সংস্কৃতির প্রসঙ্গ টেনে তহ্বা বলেন, ‘‘আমরা হিন্দু-মুসলমান মিলেমিশে বাস করি। সেই ঐক্য ফাটল ধরাতে নূপুর শর্মার মত মানুষেরা পরিকল্পিতভাবে ঐক্য ভাঙার চেষ্টা করছে৷ আর আমরা সকলে সেই ফাঁদে পা দিচ্ছি।’’ পরিস্থিতি স্বাভাবিক করতে অবিলম্বে পুলিশকে কঠোর হওয়ারও আর্জি জানিয়েছেন তিনি৷ প্রশাসনের উদ্দেশ্যে বলেছেন, ‘‘কিছু চ্যাংড়া ছেলে ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন জিনিস নেটমাধ্যমে ছড়াচ্ছে৷ মানুষের স্বার্থে, সমাজের শান্তির স্বার্থে অবিলম্বে তাঁদের গ্রেফতার করুন৷’’

আরও পড়ুন: উন্নয়ন, শব্দটাই লজ্জা পাবে জঙ্গলমহলের এই গ্রামে এলে