Projapati : দেবের হাত ধরে বাইশের পাতায় মৃগয়া জুটি

0
114

বিনোদন ডেস্ক: টনিক, কিশমিশের চূড়ান্ত সাফল্যের পর এবার বড় পর্দায় আসছে ‘প্রজাপতি’। ছবিতে অভিনেতা দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। তবে দেব-মিঠুন নয় এই ছবির মূল আকর্ষণ অন্যকেউ।

আরো পড়ুন :Ritabhari chakraborty : “দাদা আপনি কোন ঠাকুরের ভক্ত”,প্রেমিক তথাগতকে প্রশ্ন নেটিজেনদের

- Advertisement -

খবর টা প্রকাশ্যে আসতেই রীতিমতো সাড়া পরে গিয়েছে নেট দুনিয়ায়। উচ্ছাসে বাঁধ ভেঙেছে দর্শক মহলে। ১৯৭৬ সালে মৃগয়ার পর ফের বড় পর্দায় একসঙ্গে মিঠুন চক্রবর্তী ও অভিনেত্রী মমতাশঙ্কর। সেই ১৯৭৬ সালের পর ২০২২ এ ছবি ঘোষণা তারকা জুটির। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স-এর প্রযোজনায় মুক্তি পাবে ছবি, পরিচালনায় আছেন অভিজিৎ ঘোষ। বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে দেব-মিঠুনকে।

আরো পড়ুন‘রামসে হান্ট সিন্ড্রোম’-এ আক্রান্ত Justin Bieber, জানেন কি এই বিরল রোগ

ছবি নিয়ে অনেকটা আশা নির্মাতাদের। খুব শীঘ্রই শুরু হবে ছবির শুটিং। এদিন শনিবার দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের অফিসিয়াল পেজ থেকে এখবর সামনে আসে। সব ঠিক থাকলে চলতি বছরের বড়দিনেই মুক্তি পাবে ‘প্রজাপতি’। এতগুলো বছর পর ফের একসঙ্গে কাজ করার সুযোগ পেয়ে বেজায় খুশি মিঠুন চক্রবর্তী-মমতাশঙ্কর। এখন দেখার নতুন নামে, নতুন গল্পে প্রেক্ষাগৃহে কেমন দাপট দেখায় তারকাজুটি।