গৃহবধূর পরকীয়ার জের, প্রেমিকের হাতে খুন স্বামী

0
55

বাঁকুড়া: স্ত্রীয়ের পরকীয়ার জেরে প্রাণ গেল এক ব্যক্তির। কয়েকদিন আগেই নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়।

আরও পড়ুন: সিকিমের নেপালিরা ‘বিদেশি বংশোদ্ভূত’, শীর্ষ আদালতের মন্তব্যে জোর শোরগোল, ৪৮ ঘণ্টা বনধের ডাক

- Advertisement -

পুলিশ সূত্রে খবর, মৃত বিনোদ দলুই পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। কয়েকদিন আগে তাঁর স্ত্রী থানায় অভিযোগ জানায় যে তাঁর স্বামী কয়েকদিন ধরেই নিখোঁজ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ গৌতম মাঝি নামের এক যুবককে গ্রেফতার করে। তাঁকে জেরা করে রহস্যের সমাধান হয়। জানা যায়, মৃতের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল ধৃত যুবককের। এইভাবেই তাঁর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু প্রেমের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় বিনোদ দলুই। তাই অভিযুক্ত প্রেমিকার স্বামীকে বাড়িতে ডেকে এনে খুন করে। অনেকদিন ধরেই নিখোঁজ ছিলেন গৃহবধূর স্বামী। গত ১৯ জানুয়ারি বাঁকুড়ার পাত্রসায়র থানার হাটকৃষ্ণনগর সংলগ্ন কেয়াদিঘীর আলু চাষের জমি থেকে ‘নিখোঁজ’ মাছ ব্যবসায়ী বিনোদ মাঝির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়।

এই ঘটনায় মৃতের স্ত্রী জড়িত রয়েছে কি না তাও তদন্তে জানার চেষ্টা করছে পুলিশ। শনিবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে খবর।

আরও পড়ুন: প্রাণের ঝুঁকি সত্বেও কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকায় ফেরানো নিষ্ঠুর কাজ, মোদীকে চিঠি রাহুল গান্ধীর