পার্থর পর এবার বিদ্রুপের মুখে অনুব্রত, শুনতে হল ‘গরু চোর’

0
134
Dilip Ghosh

কলকাতা: পার্থর পর এবার বিদ্রুপের মুখে অনুব্রত (Anubrata Mandal), শুনতে হল ‘গরু চোর’ স্লোগান! বস্তুত, সোমবার দুপুরে এসএসকেএম থেকে কড়া প্রহরায় বেরানোর সময় বীরভূমের বেতাজ বাদশা, তৃণমূলের দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে শুনতে হল রোগীদের বিদ্রুপ ‘গরু চোর!’!

বস্তুত, এর আগে চোরের বিদ্রুপ শুনতে হয়েছে দুর্নীতির দায়ে জেলে যাওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ তাঁকে লক্ষ্য করে জুতো ছুড়েছিলেন এক মহিলা৷ অনেকটা সেই ঢঙে এদিন দুপুরে অনুব্রত মণ্ডলকে যখন এসএসকেএম থেকে বের করা হচ্ছিল তখন একাংশ রোগীর পরিজনেরা চিৎকার করে বলতে থাকেন, ওই দ্যাখ গরু চোরটা আসছে! যার জেরে এদিন এসএসকেএম চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ যদিও এই বিষয়ে অনুব্রতের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ তিনি এদিন আদৌ সিবিআইয়ের হাজিরার মুখোমুখি হবেন কি না, তাও স্পষ্ট নয়৷

- Advertisement -

বস্তুত, গরু পাচার কাণ্ডে এদিন অনুব্রতকে নোটিস দিয়েছিল সিবিআই৷ এই নিয়ে টানা ন’বার নোটিস দেওয়া হলেও একবার বাদে বারে বারে তিনি হাজিরা এড়িয়েছেন বলে অভিযোগ৷ যার জেরে এদিন অনুব্রতের আইনজীবীর ই-মেল পাওয়ার পর সিবিআইয়ের তরফে স্পষ্ট জানানো হয়, আজই হাজিরা দিতে হবে৷ বস্তুত, অনুব্রতের আইনজীবী দাবি করেছিলেন, তাঁর মক্কেলকে চেকআপের জন্য আগে থেকেই দিন ঠিক করে রেখেছিল এসএসকেএম৷ যদিও এসএসকেএম সূত্রের খবর, অনুব্রতকে এদিন ডাকা হয়নি৷ তিনি নিজে থেকেই হাজির হয়েছিলেন শারীরিক পরীক্ষার জন্য৷ এদিকে সিবিআইয়ের জেরার প্রসঙ্গটি জানতে পারার পরই নড়েচড়ে বসেন চিকিৎসকেরা৷

সূত্রের খবর, অনুব্রতকে নিয়ে প্রাথমিকভাবে বিড়ম্বনার মুখোমুখি হন চিকিৎসকেরা৷ সিদ্ধান্ত নিতে বসা হয় বৈঠকে৷ সেখানে বলা হয়, চিকিৎসকরা যেটা মনে করবেন সেটাই সিদ্ধান্ত নেবেন৷ এরপরই চিকিৎসকেরা জানিয়ে দেন, কেষ্টর শরীরে নতুন করে জটিল কোনও রোগ নেই৷ ক্রনিক অসুখ যেগুলো ছিল সেগুলোই রয়েছে৷ যে ধরণের শারীরিক সমস্যা হবে, সেই মতো তিনি এখানে এসে চিকিৎসা করাতে পারবেন৷ কিন্তু এখনই ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই৷ এরপরই বাইরে এসে ‘গরু চোর’ সম্বোধন শুনতে হয় দিদিমনির প্রিয় কেষ্টকে (Anubrata Mandal)!

আরও পড়ুন: নিয়োগ জট কাটাতে এবার চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে রাজ্য

downloads: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor