নিয়োগ জট কাটাতে এবার চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে রাজ্য

0
38
SSC recruitment

কলকাতা: বছরের পর বছর ধরে পরীক্ষায় পাশ করেও মেলেনি চাকরি৷ ফলে রাজপথে বসেই দিনের পর দিন আন্দোলন করে চলেছেন ওরা৷ খেতে হয়েছে পুলিশের মার৷ এরই মাঝে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলে যেতে হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ মন্ত্রী-সখার বাড়ি থেকে উদ্ধার হয়েছে রাশি রাশি টাকার পাহাড়৷ কিন্তু তাতে চাকরি প্রার্থীদের (SSC recruitment) দুর্দশা দূর হয়নি বলেই অভিযোগ৷ ফলে চাকরি প্রার্থীদের অন্দরে বাড়ছিল ক্ষোভের পারদ৷ এবার দেরিতে হলেও সেই ক্ষত মেরামতে তৎপর হল রাজ্য৷ সোমবার চাকরি প্রার্থীদের দাবি দাওয়া নিয়ে আন্দোলনকারীদের আট প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ যার ফলে শীঘ্রই নিয়োগ জট মিটে যাবে বলেই মনে করা হচ্ছে৷

এদিন বিকাশ ভবনে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী৷ সঙ্গে রয়েছেন এসএসসির চেয়ারম্যান৷ বস্তুত, গান্ধী মূর্তির পাদদেশে ৫১২ দিন ধরে আন্দোলন চলছে৷ তাদের তরফে ৮ প্রতিনিধি এদিন মন্ত্রীর সঙ্গে দেখা করতে যান৷ নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়া নিয়ে বৈঠক৷ এর আগে গত ২৯ জুলাই এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন আন্দোলনকারীরা৷ সেদিনই অভিষেক জানিয়েছিলেন, ৮ আগস্ট আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী৷ অভিষেকের সেই নির্দেশ মেনেই এদিন বৈঠক বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷

- Advertisement -

বস্তুত, বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় আন্দোলনকারীদের তরফে সাফ জানানো হয়, নবম থেকে দ্বাদশ মেধা তালিকায় থাকা প্রত্যেক চাকরি প্রার্থীকে নিয়োগের দাবি জানাবেন তাঁরা৷ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও বলেন, সহানুভূতি এবং আইনের মিশেল ঘটিয়ে দ্রুত নিয়োগ (SSC recruitment) জট কাটানোর চেষ্টা হবে৷ তাই এই বৈঠক৷

আরও পড়ুন: পার্থর পর এবার বিদ্রুপের মুখে অনুব্রত, শুনতে হল ‘গরু চোর’

downloads: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor