জমি নিয়ে বিবাদের জেরে চলল গুলি, মৃত ৩ মহিলা সহ একই পরিবারের ৬ সদস্য, প্রকাশ্যে ভিডিও

0
68

খাস ডেস্ক: জমি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে ঘটে গিয়েছে ভয়াবহ ঘটনা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে গুলিও চলেছে। তাতেই ৩ মহিলা সহ একই পরিবারের ৬ সদস্যকে গুলি করে হত্যা করা হয়ে বলেই জানানো হয়েছে।

মধ্যপ্রদেশের মোরেনায়তে ঘটনাটি ঘটেছে।  গুরুতর আহত অবস্থায়  হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও দুই ব্যক্তিকে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়। ঘটনার মর্মান্তিক ভিডিও ফুটেজে সামনে এসেছে। যেখানে দেখা  গিয়েছে রাইফেল বহনকারী বেশ কয়েকজন   কাঠের লাঠি দিয়ে মারধর করার পর একটি নিরস্ত্র দলকে গুলি করছে।  ঘটনাটি ঘটেছে সকাল ১০টার দিকে, জেলা সদর থেকে ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে লেপা গ্রামে  ধীর সিং তোমর এবং গজেন্দ্র সিং তোমার পরিবারের মধ্যে।

- Advertisement -

আরও পড়ুন: ‘Operation Kaveri’ Ends: যুদ্ধ বিধ্বস্ত সুদান ত্যাগ করতে ইচ্ছুক সকল নাগরিককে নিরাপদে দেশ ফেরাল ভারত

জানা গিয়েছে ২০১৩ সালে বর্জ্য ডাম্পিং নিয়ে দুটি পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ধীর সিং তোমারের পরিবারের দুজন লোক তখন নিহত হয়েছিল এবং গজেন্দ্র সিং তোমারের পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। আদালতের বাইরে দুই পরিবারের মধ্যে মিটমাট হয়েছিল এবং পরবর্তী পরিবার আজ গ্রামে ফিরেছিল। ধীর সিং তোমারের পরিবার লাঠিসোঁটা ও গুলি করে তাদের উপর পূর্বের আক্রশ মেটায় বলে অভিযোগ উঠেছে। খুন হওয়া ছয়জনের মধ্যে গজেন্দ্র সিং তোমর ও তার দুই ছেলেও রয়েছেন। হত্যাকাণ্ডের পেছনের কারণ জানতে চাইলে পুলিশ জানায়, দুই পরিবারে  মধ্যে পুরনো শত্রুতা ছিল। একজন কর্মকর্তা বলেন, “আজকের   খুনিদের পরিবারের সদস্যদের হত্যার অভিযোগে নিহতদের স্বজনদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।” পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আটজনকে শনাক্ত করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।