টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা কেন হল না, মুখ খুললেন ঋদ্ধিমান

0
72

বিশ্বদীপ ব্যানার্জি: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। তার জন্য ১৫ জনের ভারতীয় দল ঘোষণা করেছেন নির্বাচকরা। এই দলে ফিরে এসেছেন অজিঙ্কা রাহানে। কিন্তু জায়গা হয়নি ঋদ্ধিমান সাহার। তার বদলে আবারও সুযোগ পেয়েছেন শ্রীকর ভরত।

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার ক্রিকেটার

- Advertisement -

এবারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে জায়গা না পাওয়া নিয়ে মুখ খুললেন ঋদ্ধিমান। যিনি টিম ইন্ডিয়ায় তো ব্রাত্য-ই, এমনকি এখন বাংলা দলেরও কেউ নন। বাংলা ছেড়ে ত্রিপুরায় পাড়ি জমিয়েছেন শিলিগুড়ির পাপালি। অবশেষে রাহানের ভারতীয় দলে জায়গা পাওয়া এবং তাঁর জায়গা না পাওয়া নিয়ে অকপট ৩৮ বছরের ঋদ্ধিমান।

শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামতে চলেছে ঋদ্ধিমানদের গুজরাট টাইটানস। এই ম্যাচ খেলতে নামার আগে তাঁর সাফ কথা, “রাহানে ভাল খেলেছে। তাই সুযোগ পেয়েছে।” এরপরই যোগ করেছেন, “আমি এখন শুধু গুজরাটের হয়ে ভাল খেলার কথা চিন্তা করছি।” পাশাপাশি দলে নিজের ভূমিকা নিয়েও মুখ খুলেছেন তিনি।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এই মুহূর্তে ভারত এমন উইকেট কিপার চায় যারা ব্যাটিংয়েও সিদ্ধহস্ত। অর্থাৎ ক্রিকেটের পরিভাষায় যাকে বলে, ব্যাটার কিপার। ঋদ্ধি সে দলে পড়েন না। বলেন, “আমি আগে উইকেট কিপার তারপর ব্যাটার। আমার মতে, উইকেট কিপার এমন হওয়া উচিত যে উইকেটের পিছনে দুর্দান্ত।” পরের সংযোজন, “ব্যাট হাতে ২৫ বা ৫০ রান করলে যদি দল জেতে সেটাই আমার কাছে অনেক। কিন্তু যদি ১০০ রান করেও দল হেরে যায়, সেই ইনিংস আমার পছন্দের নয়।”