সীমিত ওভারের নেতৃত্ব যেতেই টানা দুই টসে জয়, কোহলির ভাগ্যবদলের নেপথ্যে এ কোন রহস্য

রাতারাতি জোকই তৈরী হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। "ব্যাটিংয়ের পাশাপাশি টস-ও প্র্যাকটিস করা উচিৎ কোহলির।" সেই তিনি পরপর দুটি টস জিতে ফেললেন দক্ষিণ আফ্রিকা সফরে।

0
74

বিশ্বদীপ ব্যানার্জি: বিরাট কোহলি এবং টস। দুটি যেন ছিল সম্পূর্ণ দুই ভিন্ন মেরু। অন্ততঃ এই প্রোটিয়া সিরিজের আগে পর্যন্ত তো বটেই। কিন্তু এক প্রোটিয়া সফরেই চিত্রটা গিয়েছে বদলে। যে বিরাট কোহলি টসে জিততেন ১০ য়ের মধ্যে সাকুল্যে ২ কি ৩ বার। তিনিই যথাক্রমে সেঞ্চুরিয়ান আর কেপটাউনে টানা দুটো টস জিতে ফেললেন।

আরও পড়ুন: The Wall: বিলুপ্তপ্রায় দ্রাবিড়ীয় সভ্যতার ধারক-বাহক

- Advertisement -

এও কী সম্ভব? হ্যাঁ, বিষয়টি আনন্দের হলেও চিন্তায় পড়ে গিয়েছেন খোদ বিরাট-ভক্তরাই। পড়ারই কথা। একসময় এই টস হারের জন্য কম তো বিদ্রূপ সইতে হয়নি ভারত অধিনায়ককে। এই যে বিরাটের নামে মস্ত অভিযোগ, তিনি একটিও আইসিসি ট্রফি দিতে পারেননি দেশকে। এর অন্যতম প্রধান কারণই হল, টসে হার।

গুরুত্বপূর্ণ ম্যাচে বারেবারে টস হেরেছেন কোহলি। যার জেরে রাতারাতি জোকই তৈরী হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। “ব্যাটিংয়ের পাশাপাশি টস-ও প্র্যাকটিস করা উচিৎ কোহলির।” সেই তিনি পরপর দুটি টস জিতে ফেললেন দক্ষিণ আফ্রিকা সফরে।

এ অবস্থায় অবিশ্বাস্য হলেও একটি যুক্তিই আপাতদৃষ্টিতে দেওয়া যায়। সীমিত ওভারের নেতা এখন আর কোহলি নন। টি-টোয়েন্টি’র ব্যাটন নিজে ছেড়ে দিয়েছেন। একদিনের ফর্ম্যাটে ছিনিয়ে নেওয়া হয়েছে। তাহলে কী তাতেই শাপে বর হল? আগেই বলা হয়েছে, এটি অবিশ্বাস্য যুক্তি। পাশাপাশি খেলো-ও বলা চলে। তবু এটাই মনে হচ্ছে যে সীমিত ওভারের অধিনায়কত্ব বিরাটের জন্য অশুভ ছিল। তাই তিনি টস, এবং তার জেরে ম্যাচ টানা হেরেছেন।

আরও পড়ুন: দল থেকে বাদ দিলেও কিছু যায় আসে না ওর, পন্থকে ধুয়ে দিলেন দেশের প্রাক্তন উইকেটকিপার

এবারে অধিনায়কত্ব চলে যাওয়ায় অশুভ প্রভাব কেটে গিয়েছে। আর কেটে যেতেই টেস্টে পরপর দুটি টস তিনি জিতে ফেললেন। তা যদি না-ই হয় তাহলে নেতৃত্ব যাওয়ার পরপরই কেন দুটো টস জিতবেন কোহলি? আগে কিংবা পরেও তো ঘটতে পারত ঘটনাটি। কিংবা আরও একটি ব্যখ্যা দেওয়া যায়। বৈজ্ঞানিক ব্যখ্যা। নেতৃত্বের বোঝা মাথায় নেই, তাই মনটাও ফুরফুরে। তাই কী যা ঘটছে, ভালই ঘটছে? যখন সময় ভাল যায়, সবদিক থেকেই যায়। এ কথা কে না জানে?