আইপিএল থেকে বিদায়ের হতাশায় কোহলি, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রভাব পড়বে কি

0
60
monty-panesar-told-why-cant-bcci-drop-virat-kohli-from-the-t20-team

বিশ্বদীপ ব্যানার্জি: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আরও একবার টিম ইন্ডিয়ার। দুই বছর আগে বিরাট কোহলির নেতৃত্বে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয় ভারতকে। অধিনায়ক বদলে গিয়েছে। কিন্তু বিরাট কোহলি এবারেও দলের ব্যাটিংয়ের মূল স্তম্ভ। এবারেও টিম ইন্ডিয়ার তরী পার করানোর দায়িত্ব তাঁর কাঁধে।

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ক্রিকেটারদের সাহায্য করবে আইপিএল, দাবি চ্যাপেলের

- Advertisement -

কিন্তু প্রশ্ন হচ্ছে, পারবেন কি। সত্যি বলতে, বিরাট হয়ত নিজেও আপাতত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে ভাবছেন না। তাঁর অন্তরে এখনও আইপিএলের প্লে অফে না পৌঁছতে পারার ব্যাথা। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন বিরাট। সেখানে ফুটে উঠেছে সেই ব্যাথা। প্রাক্তন আরসিবি অধিনায়ক সরাসরি জানাচ্ছেন, তিনি হতাশ।

কোহলি বলেন, “মরশুমে দারুণ কিছু মুহূর্ত তৈরি হল। কিন্তু দুর্ভাগ্যবশত লক্ষ্যপূরণের আগেই থেমে যেতে হল আমাদের। আমি খুব হতাশ।” যদিও এরপরই জানাচ্ছেন, “আমাদের মাথা উঁচু থাকা উচিত। সমর্থকদের উদ্দেশে বলব, প্রতি মুহূর্তে আমাদের পাশে থাকার জন্যে কৃতজ্ঞ। এছাড়া কোচ, ম্যানেজমেন্ট আর সতীর্থদেরও ধন্যবাদ জ্ঞাপন করছি। এরপর আরও শক্তিশালী হয়ে ফিরে আসব আমরা।”

কোহলির এই পোস্ট থেকেই পরিষ্কার, তিনি এখনও আইপিএলে-ই ডুবে রয়েছেন। ডুবে রয়েছেন প্লে অফে না পৌঁছতে পারার হতাশায়। যদিও বিরাট কোহলির মত খেলোয়াড় কখনওই সামনের পথের দিকে না তাকিয়ে বর্তমানের হতাশায় ডুবে থাকবেন না। কিন্তু আরসিবির হয়ে আরও একবার কাপ না পাওয়ার ব্যর্থতা হয়ত টেস্ট ফাইনালেও প্রভাব ফেলতে পারে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

কারণটা অতি সহজবোধ্য। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে যেমন আইপিএল জেতা হয়নি। একইভাবে টিম ইন্ডিয়ার হয়েও দীর্ঘদিন বড় ট্রফি পাননি বিরাট। ফলে একটি ব্যর্থতা আরেকটিকে তরান্বিত করতেই পারে। আইপিএলে আরসিবিকে জেতাতে পারেননি। স্বাভাবিকভাবেই ওভালের ফাইনালে ভারতকে জেতাতে বাড়তি তাগিদ দেখা দিতেই পারে বিরাটের মধ্যে। এতেই হিতে বিপরীত না হয়ে যায়!