একই পিচে কোহলি ১০ বল-ও টিকতে ব্যর্থ অথচ কুলদীপ খেলে দিলেন ১১৪ বল

0
147

বিশ্বদীপ ব্যানার্জি: চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে ভারত। একসময় ৪৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল কে এল রাহুলের দল। সেখান থেকে চেতেশ্বর পূজারা (৯০), ঋষভ পন্থ (৪৬), শ্রেয়স আইয়ার (৮৬), রবিচন্দ্রন অশ্বিন (৫৮) এবং কুলদীপ যাদবের (৪০) পাল্টা প্রতিরোধে ৪০০ এর গণ্ডী পার। ৪০৪ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। জবাবে বাংলাদেশ ইতিমধ্যেই ২টি উইকেট খুইয়েছে।

আরও পড়ুন: বাপ কা বেটা, সচিনের মতই রঞ্জি অভিষেকে শতরান পুত্র অর্জুনের

- Advertisement -

তবে দল চালকের আসনে থাকলেও টপ অর্ডার নিয়ে উঠে যাচ্ছে একাধিক প্রশ্ন। বিশেষ করে, প্রাক্তন অধিনায়ক তথা এখনও দলের সেরা ব্যাট বিরাট কোহলি। যিনি মাত্র ৫ দিন আগেই তৃতীয় একদিনের ম্যাচে একই মাঠে তিন অঙ্কের মুখ দেখেছেন। সেই বিরাট কোহলি চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১০টি বল খেলতেও ব্যর্থ। ৫ বল খেলে ১ রানে এলবিডব্লিউ হন তাইজুল ইসলামের বলে। অথচ একই উইকেটে ৯ নম্বরে নামা কুলদীপ যাদব খেলে ফেললেন ১১৪ বল। এও কি সম্ভব?

সম্ভব। অন্ততঃ পরিসংখ্যান সে কথাই বলছে। লিমিটেড ওভারের ক্রিকেটে বিরাট তা সে যত মাতব্বরি-ই দেখিয়ে থাকুন না কেন। ২০২০ থেকে সাদা পোশাকের ক্রিকেটে তাঁর পরিসংখ্যান একেবারেই পাতে দেওয়ার মত নয়। ১৯ টেস্টে মাত্র ৮৭৩ রান। গড় ২৬.৪৫। বলাই বাহুল্য, একটিও শতরান নেই। খুব স্বাভাবিকভাবেই এই পরিসংখ্যান চিন্তায় রাখার কথা বিরাটের সমর্থকদের। তবে কি টেস্ট ফরম্যাটে ফুরিয়ে গিয়েছেন কোহলি? এ প্রশ্ন ওঠা এখন আর মোটেই অস্বাভাবিক নয়।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

অবশ্য শুধু বিরাটকে দোষ দিয়ে লাভ কী? দুই ওপেনার কে এল রাহুল আর শুভমন গিল কী করলেন? রাহুল তো আবার দলের নেতা। রোহিতের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার ব্যাটন কাঁধে নিয়েছেন। কিন্তু কাজের বেলায় ৫৪ বলে ২২। কোহলি একা কোন ছাড়! কোহলি, রাহুল আর গিল মিলিয়েও কুলদীপের থেকে বেশি বল খেলতে পারেননি। তাই প্রশ্ন থাকছেই। আর ভবিষ্যতে-ও হয়ত থাকবে।