আইপিএল আয়োজন করেই বড়লোক আমিরশাহি ক্রিকেট বোর্ড

0
120

খাসখবর স্পোর্টস ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন আইপিএল না হলে ভারতীয় বোর্ডের ৪০০ কোটি টাকা ক্ষতি হবে। ফলে এই পরিস্থিতিতেও আইপিএলের আয়োজন করা একটা চ্যালেঞ্জ ছিল বিসিসিআই এর সামনে। যা ফুল মার্কস নিয়ে পাশ করেছে সৌরভ অ্যান্ড কোং।

- Advertisement -

সংযুক্ত আরব আমিরশাহিতে সুষ্ঠুভাবে আইপিএলের জন্য এখন ভারতীয় বোর্ডকে কুর্নিশ করছে ক্রিকেট দুনিয়া। সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ডকে হোস্টিং রাইটস এবং আনুষঙ্গিক খরচ বাবদ বিসিসিআইয়ের তরফে দেওয়া হয়েছে মোট ১৪ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমান ১০০ কোটি টাকা।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফেও আইপিএল আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল বিসিসিআইকে। যদিও ২০১৪ সালের মতো আরবেই টুর্নামেন্ট আয়োজন করার কথা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই মতো অগাস্ট মাসের শেষেই সমস্ত ফ্র্যাঞ্চাইজি নিজেদের ক্রিকেটারদের নিয়ে পাড়ি দেয় আরবে। ১৯ সেপ্টেম্বর থেকে নভেম্বরের ১০ তারিখ চলে টুর্নামেন্ট। আবু ধাবি, শারজা এবং দুবাইতে হয় খেলা।

করোনা পরিস্থিতিতেও আগামী বছর দেশে আইপিএল করার সম্ভাবনা কম। সৌরভ আগামী আইপিএল দেশে করার জন্য বদ্ধপরিকর হলেও আরব সাগরের তীরে টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনাই বেশী।