বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগেই সামনে চলে এল দুই ফাইনালিস্টের নাম

0
33
t20 world cup 2022 full schedule

বিশ্বদীপ ব্যানার্জি: শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ। তবে এই মুহূর্তে যোগ্যতা নির্ণায়ক পর্বের খেলা চলছে। মূল পর্ব শুরুতে এখনও কিছুদিন বাকি। কিন্তু মূল পর্ব শুরু হওয়ার আগেই সামনে চলে এল এবারের দুই ফাইনালিস্টের নাম। কোন দুই দল এ বছরের ফাইনালে অবতীর্ণ হতে চলেছে?

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বড় মাঠে কোথায় ফিল্ডার দাঁড় করাবেন, বুঝতেই পারছেন না রোহিত

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

ভারত এবং অস্ট্রেলিয়া, দু দেশের দুই প্রাক্তন ক্রিকেটার বেছে নিয়েছেন এবারের দুই ফাইনালিস্টকে। এঁরা হলেন, সুনীল মনোহর গাভাস্কার এবং টম মুডি। উল্লেখযোগ্যভাবে, দুজনের পছন্দ-ই হুবহু এক। অর্থাৎ লিটল মাস্টার যে দুই দলকে এবারের ফাইনালে দেখতে পাচ্ছেন। সেই দুই দলের নামই ভবিষ্যদ্বাণী করেছেন মুডি।

গাভাস্কারের মতে, এবারের ফাইনাল খেলতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া। সোমবার ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেলের এক অনুষ্ঠানে তিনি বলেন, “ভারত অবশ্যই ফাইনাল খেলবে। এই মুহূর্তে যেহেতু আমি অস্ট্রেলিয়ায় রয়েছি, তাই দু নম্বর ফাইনালিস্ট হিসেবে অজিদের নামই করতে চাই।” অন্যদিকে টম মুডি শুধু দুই ফাইনালিস্ট-ই নয়, কার্যত বেছে নিয়েছেন শেষ চার।

মুডি এ প্রসঙ্গে বলতে গিয়ে জানান, “যদি শেষ চার বেছে নিতে হয় তাহলে আমার মতে, এদিকের গ্রুপ থেকে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড উঠবে। অন্যদিকে ভারতের গ্রুপে ভারত এবং পাকিস্তান নেতৃত্ব দেবে‌।” এরই সঙ্গে জুড়ে দেন, “আর ফাইনালে ভারত এবং অস্ট্রেলিয়া।”