হারকে রেকর্ড করনেওয়ালাকো Team India ক্যাহতে হ্যায়

কাকে দোষ দেবেন? কোচ নাকি অধিনায়ককে? নাকি ব্যাটিং অর্ডারকে? ব্যাটারদের দোষ ধামাচাপা কোনভাবেই দেওয়া যাবে না। তবু সঠিক অর্থে বিচার করলে আঙুলটা শামি-বুমরাহদের দিকেই ওঠে।

0
242

কেপটাউন: হারল ভারত। জিতল দক্ষিণ আফ্রিকা। সেটা অবশ্য নতুন কিছু না। দেশের মাটিতে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে একবার বাদে সববার-ই সিরিজ দখলে রেখেছে প্রোটিয়ারা। কিন্তু বর্তমানের দুই দল আর পরিস্থিতি বিচার করে দেখলে ইতিহাস সৃষ্টি করল ডীন এলগারের দল।

আরও পড়ুন: নাটকের নয়া মোড়, দ্বিতীয়বার জকোভিচের ভিসা বাতিল করলেন অস্ট্রেলিয় মন্ত্রী

- Advertisement -

উল্টোদিকে নতুন রেকর্ড ভারতেরও। বিশেষত বিরাট কোহলির। নিউল্যান্ডসের চতুর্থ ইনিংসে জরুরী ২১২ রান মাত্র ৩ উইকেট খুইয়েই তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। এর আগে বিরাট কোহলির নেতৃত্বে কখনওই টেস্টে ১৩৯ -র বেশী রান বাঁচাতে ব্যর্থ হয়নি ভারত। গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১৩৯ রান ডিফেন্ড করা যায়নি। এর ওপরে কোনও লক্ষ্যমাত্রাই কোহলির নেতৃত্বাধীন ভারতের বিরুদ্ধে তাড়া করতে পারেনি কোন দল।

চমকপ্রদ পরিসংখ্যান তো কোচ রাহুল শরদ দ্রাবিড়ের জন্যও। দ্রাবিড়ের অধিনায়কত্বে একবারই প্রোটিয়া সফরে এসেছে ভারত। ২০০৬ য়ের সেই সিরিজেও প্রথম টেস্টে জয়, তারপর শেষ দুটো টেস্ট হেরে সিরিজ খোয়াতে হয়। সেবারের অধিনায়ক এবারের কোচ। চিত্র বদলাল না। এবারেও সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট জয়ের পর শেষ দুই টেস্টে শোচনীয় পরাজয়। সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় মুখ থুবড়ে পড়া।

কাকে দোষ দেবেন? কোচ নাকি অধিনায়ককে? নাকি ব্যাটিং অর্ডারকে? ব্যাটারদের দোষ ধামাচাপা কোনভাবেই দেওয়া যাবে না। তবু সঠিক অর্থে বিচার করলে আঙুলটা শামি-বুমরাহদের দিকেই ওঠে। জো’বার্গে উইকেটে যে অসমান বাউন্স দেখা গিয়েছে, তাতে ২৪০ তাড়া করা মোটেই সহজ কার্য হওয়ার কথা ছিল না। একইভাবে কেপটাউনে ২১২ তেও লড়াই দেওয়া যেত। তবু দুটির একটি জিততেও ৩ -র বেশি উইকেট খোয়াতে হয়নি স্বাগতিকদের।

আরও পড়ুন: কোহলিদের ক্ষোভই বলে দিচ্ছে কতটা চাপে ভারত, ডিআরএস প্রসঙ্গে বিস্ফোরক এনগিডি

মোক্ষম সময়ে লাইন-লেন্থের বারোটা বেজে গিয়েছে বিশ্বের একনম্বর বোলিং ইউনিটের। বৃহস্পতিবার তো শেষ সেশনের এক সময় তো ৬ ওভারে ৩৭ বিলোলেন অশ্বিনরা। কী বলবেন একে? অপারগতা নাকি অতিরিক্ত আত্মবিশ্বাস? গত বছরের অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতা প্রত্যাশিত ছিল। সৃষ্টি হয়েছিল ইতিহাস। আর এবারে? এবারেই সবথেকে সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকা থেকে প্রথম সিরিজ জিতে আসার। ফলাফল আমাদের চোখের সামনে। একেই বা কী বলবেন? কী আর বলবেন? হারকে রেকর্ড করনেওয়ালাকো…..