নাটকের নয়া মোড়, দ্বিতীয়বার জকোভিচের ভিসা বাতিল করলেন অস্ট্রেলিয় মন্ত্রী

0
40

খাস খবর ডেস্ক: টেনিস কোর্টে অপ্রতিরোধ্য তিনি। সোমবার আইনের কোর্টেও জয় পান নোভাক জকোভিচ। ভিসা বিতর্কে অস্ট্রেলিয় সরকারকে পরাজিত করেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না।

আরও পড়ুন: কোহলিদের ক্ষোভই বলে দিচ্ছে কতটা চাপে ভারত, ডিআরএস প্রসঙ্গে বিস্ফোরক এনগিডি

- Advertisement -

শুক্রবার দ্বিতীয়বারের জন্য জকোভিচের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া। সে দেশের অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক নিজ ক্ষমতা প্রয়োগ করে এই সার্বিয়ান টেনিস তারকার ভিসা বাতিল করেন। ফলে তাঁর অস্ট্রেলিয়ান ওপেন খেলা আরও একবার প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল।

সোমবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। সূত্রের খবর, দ্রুত আদালতে আরও একবার এ ঘটনার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে পারেন সার্বিয়ান তারকা। কারণ দ্রুত না চ্যালেঞ্জ করলে এবার আর অস্ট্রেলিয়ান ওপেন খেলা হবে না জোকারের। এছাড়া এও দাবী করা হয়েছে, এবারেও যদি ভিসা বাতিল করা হয়, তাহলে অস্ট্রেলিয়ায় আগামী তিন বছরের জন্য নিষিদ্ধ হতে হবে তাঁকে।

আরও পড়ুন: কোয়ারেন্টাইন থেকে মুক্ত প্রীতম কোটালরা, ক্রমেই বাড়ছে বেঙ্গালুরু ম্যাচের আশা

এদিকে অস্ট্রেলিয়ার মন্ত্রী অ্যালেক্স হক এক বিবৃতিতে বলেন, “জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি আমার ক্ষমতা প্রয়োগ করে জকোভিচের ভিসা বাতিল করেছি। স্বাস্থ্য এবং শৃঙ্খলার প্রশ্নও এর সঙ্গে জড়িত ছিল।” গত ৬ জানুয়ারি মেলবোর্নে পা রাখার পর জকোভিচের ভিসা প্রথমবার বাতিল করে অস্ট্রেলিয়া সরকার।