মুখ্যমন্ত্রীর নামে আর্থিক প্রতারণা করে গ্রেফতার সানরাইজার্স হায়দ্রাবাদের ক্রিকেটার

0
70

বিশ্বদীপ ব্যানার্জি: একসময় আইপিএলে খেলেছেন তিনি। এবারে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম নিয়ে আর্থিক প্রতারণা করার অভিযোগে গ্রেফতার হলেন প্রাক্তন ক্রিকেটার। ধৃত ক্রিকেটারের নাম, নাগরাজু বুদুমুরু। মুম্বই পুলিশ গ্রেফতার করেছে তাঁকে।

আরও পড়ুন: বিশ্বকাপে সুযোগ পেলে এখনকার ব্যাটারদের থেকে ভাল খেলবেন, প্রমাণ দিচ্ছেন গম্ভীর

- Advertisement -

২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত অন্ধ্রপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতে খেলেছেন নাগরাজু। এমনকি সানরাইজার্স হায়দ্রাবাদ দলেও সুযোগ পান। অভিযোগ, তিনি ডিসেম্বর মাসে অন্ধ্রপ্রদেশের এক নামী ইলেকট্রনিক্স সরঞ্জামের দোকানের কর্মীকে ফোন করে নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডির ব্যক্তিগত সহকারীর পরিচয় দেন।

এরপর এক প্রতিশ্রুতিমান ক্রিকেটারকে স্পনসর করার জন্য ওই দোকানকে অর্থ সাহায্য করার কথা বলেন নাগরাজু। এই ক্রিকেটার হলেন রিকি ভুঁই। নাগরাজু ওই দোকানকে ১২ লক্ষ টাকার স্পনসরশিপ দেওয়ার নির্দেশ দেন। সে টাকাও দিয়ে দেওয়া হয়। কিন্তু স্বাভাবিকভাবেই বোর্ডের তরফে এ বিষয়ে কোনও উত্তর দেওয়া হয়নি।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এরপরই সন্দেহ হওয়ায় পুলিশে অভিযোগ জানানো হয়। আর তারই ভিত্তিতে গ্রেফতার হন প্রাক্তন ক্রিকেটার। পুলিশ জানাচ্ছে, এর আগেও একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা করে বেশ কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন নাগরাজু। একাধিক ধারায় তাঁর নামে মামলা রুজু করা হয়েছে। পুলিশ আরও জানাচ্ছে, নাগরাজু নাকি বিলাসবহুল জীবনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। সে কারণেই এ পথ বেছে নিয়েছিলেন। উল্লেখ্য, ২০১৮ সালের পর আর ক্রিকেট দলে সুযোগ পাননি তিনি।