মানুষের মেমোরি ভোলাটাইল, ঘরের মাঠে কিউই-লঙ্কাকে হারিয়ে ভোলানো হচ্ছে বিশ্বকাপ

0
66

বিশ্বদীপ ব্যানার্জি: ঘরের মাঠে লঙ্কা বধের পর এবারে কিউই নিধন। বিশ্বকাপের আগে নিজ ভূমে কার্যত অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া। শুধু তা-ই নয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিরুবনন্তপুরমে ওডিআই ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে (৩১৭ রানে) জয় এসেছিল। এবারে আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। ১৬৮ রানে। নিঃসন্দেহে বড় কৃতিত্ব। কিন্তু বাস্তবে কতটা লাভবান হচ্ছে ভারতীয় ক্রিকেট?

আরও পড়ুন: বাজেটের দিনেও রান ব্যাংকে ঘাটতি মনোজদের, ঝাড়খণ্ডের বিরুদ্ধে এগিয়েও হারের ভ্রূকুটি

- Advertisement -

সত্যি বলতে, আদৌ কি লাভবান হচ্ছে‌? ঘরের মাঠে মেন ইন ব্লু অপ্রতিরোধ্য আজ নতুন নয়। চলতি শতাব্দীতে ২২টি বসন্ত অতিক্রান্ত হয়ে ২৩ তম আসন্ন। এর মধ্যে ফরম্যাট নির্বিশেষে ঘরের মাঠে মোট কটি দ্বিপাক্ষিক সিরিজ হেরেছে ভারত, হাতে গুনে বলে দেওয়া যায়। কিন্তু এই ফলাফলের প্রতিফলন বিশ্বকাপ বা আইসিসি মেগা ইভেন্টের মঞ্চে দেখা যায় কি?

২০১৯ সালে অস্ট্রেলিয়া এসে ভারতে টি-২০ এবং একদিনের সিরিজ জিতেছিল। এরপর থেকে ঘরের মাঠে আর একটিও দ্বিপাক্ষিক সিরিজ হারেনি মেন ইন ব্লু। অথচ এই একই সময়ে কটি আইসিসি ইভেন্টে মুখ থুবড়ে পড়তে হয়েছে? বেশি না, মাত্র ৪টিতে। ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনাল, ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ পর্ব এবং ২০২২ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

দেশের মাটিতে অপরাজেয় তকমা কাজে এল কই? আসলে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে এই জয়যাত্রা আর কিছুই নয়। একটি বিশুদ্ধ আইওয়াশ। বিশ্বকাপে মুখ পুড়লেই তোলপাড় শুরু হয় সারা দেশজুড়ে। কিন্তু ভারতীয় বোর্ড জানে, মানুষের মেমোরি ভোলাটাইল। ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে জয় অনায়াসে ভুলিয়ে দিতে পারে বিশ্বকাপ ব্যর্থতা। কেউ ভেবেও দেখবে না, যে শ্রীলঙ্কা আর নিউজিল্যান্ডকে হারিয়ে এত নাচানাচি হচ্ছে, তারাই বড় মঞ্চে বারবার স্বপ্নভঙ্গ করেছে ১৪০ কোটি ভারতীয়ের। আসলে কী আর করা যাবে? আমাদের মেমোরি-ই যে ভোলাটাইল। তাই আমাদের ছেলেভুলানো স্বপ্ন দেখানো খুব সহজ।