বিরাট কোহলিকে নিয়ে সাফ কথা জানিয়ে দিলেন সৌরভ

0
28

বিশ্বদীপ ব্যানার্জি: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিরাট কোহলির তরজা তুঙ্গে। যার দরুন সীমিত ওভারে অধিনায়কত্ব ছিনিয়ে নেওয়া হয় কোহলির থেকে। আর এবারে বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে আরও একবার সাফ কথা জানিয়ে দিলেন সৌরভ।

আরও পড়ুন: আজ লর্ডসে জিততে পারলেই নয়া নজির গড়বে টিম ইন্ডিয়া

- Advertisement -

তবে এবারে আর বিরোধিতা নয়। বরং খারাপ সময়ে কোহলির পাশেই দাঁড়াচ্ছেন মহারাজ। তাঁর সাফ কথা, “আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির যা অবদান, তাতে অবশ্যই ওর যোগ্যতা সন্দেহাতীত। অতীতেও ও খারাপ সময় কাটিয়ে উঠে নিজেকে প্রমাণ করেছে। তাই আমি ফের ওকে কঠিন সময় অতিক্রম করে পুরনো ছন্দে ফিরতে দেখতে পাচ্ছি।” এরই সঙ্গে যোগ করেন, “তবে কোহলিকে নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হবে। যে পথে হেঁটে গত ১২-১৩ বছর ও সফল হয়ে এসেছে। আর এটা কেবলমাত্র বিরাট কোহলির পক্ষেই সম্ভব।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

খারাপ সময় কার না যায়? সৌরভের নিজেরও গিয়েছে। সে প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “খেলাধুলায় এমনটা ঘটেই থাকে। আমার সঙ্গে ঘটেছে। সচিনের সঙ্গে ঘটেছে। দ্রাবিড়ের সঙ্গে ঘটেছে। এখন কোহলির সঙ্গে ঘটছে। এটি খেলাধুলার অঙ্গ। আপনাকে শুধু এটি সম্পর্কে সচেতন হয়ে নিজের খেলা খেলে যেতে হবে।”