ভাবমূর্তিতে একফোঁটাও চোনা নয়, তড়িঘড়ি পদ থেকে ইস্তফা দিলেন সৌরভ

0
117

খাস খবর ডেস্ক: নিজের ভাবমূর্তি নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় চিরকালই যত্নশীল। এই ভাবমূর্তিতে কখনও এক চিলতেও দাগ লাগতে দেননি তিনি। এবারেও তাই তা অক্ষুণ্ণ রাখতে বড়সড় পদক্ষেপ মহারাজের। ছেড়ে দিলেন নিজের পদ।

আরও পড়ুন: Journalist য়ের বদলে Journlist, টুইটারে ভুল বানান লিখে ট্রোলে বিদ্ধ হরভজন

- Advertisement -

সেকী চমকে গেলেন? ভাবছেন, বিসিসিআইয়ের সভাপতির পদ? না না, সেখানে বহাল তবিয়তেই আছেন সৌরভ। তিনি ছেড়েছেন এটিকে মোহনবাগানের পরিচালকের পদ। কেন? জানা গিয়েছে, স্বার্থের সংঘাত এড়াতেই এহেন সিদ্ধান্ত নিয়েছেন বাংলা তথা ভারতের দাদা।

বিষয়টি আরেকটু স্পষ্ট করা দরকার। আসলে, ২০২২ য়ের আইপিএলে যে নয়া দুই দল অন্তর্ভুক্ত হতে চলেছে, তার মধ্যে লখনৌ দলের মালিকানা পেয়েছে সঞ্জীব গোয়েঙ্কার RPSG ভেঞ্চার প্রাইভেট লিমিটেড। যারা আইসএলে এটিকে মোহনবাগানেরও মালিক।

আরও পড়ুন: প্রকাশিত হল টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং; শীর্ষস্থানে সাকিব, মালান, শামসি

এই দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সৌরভ। পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি। ফলে সঞ্জীব গোয়েঙ্কার দল আইপিএলে যোগ দেওয়ায় অবধারিতভাবে উঠত স্বার্থের সংঘাতের অভিযোগ। কারণ সৌরভ এ মুহূর্তে বিসিসিআইয়ের সভাপতিও। যাতে স্বার্থের সংঘাতের অভিযোগ না ওঠে, সে কারণেই আগেভাগে ফুটবল দলটির পদ থেকে ইস্তফা দিলেন দাদা। ক্রিকেটীয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ নিজে জানিয়েছেন সে কথা।