
বিশ্বদীপ ব্যানার্জি: ২০২০ সালে শেষবার ওডিআই ফরম্যাটে তিন অঙ্ক ছুঁয়েছিলেন রোহিত শর্মা। এরপর তিন বছরে কোনও শতরান দেখা যায়নি হিটম্যানের ব্যাট থেকে। অবশেষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে ফের চেনা ছন্দে ভারত অধিনায়ক।
আরও পড়ুন: “আমি কোহলির থেকেও বিরাট ব্যাটার, তবু উপেক্ষা করা হয়েছে আমাকে”, বিস্ফোরক দাবি
রায়পুরে দ্বিতীয় ম্যাচে অর্ধশতকের পর তিন বছর পর ফের একদিনের ক্রিকেটে সেঞ্চুরি করলেন ইন্দোরে। ৮৫ বলে ১০১। মেরেছেন ৯টি চার এবং ৬টি ছক্কা। অর্থাৎ একদিনের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটল সেই সেঞ্চুরিয়ন হিটম্যানের? ঠিক এখানেই আপত্তি রোহিতের। তোপ দেখেছেন সম্প্রচারকারী টিভি চ্যানেলের বিরুদ্ধে।
ইন্দোরে কিউইদের বিরুদ্ধে কেরিয়ারের ৩০ তম ওডিআই সেঞ্চুরি হাঁকিয়ে পন্টিংকে ছুঁয়ে ফেলেছেন রোহিত। ম্যাচ শেষে যখন জনৈক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন এটি হিটম্যানের কামব্যাক কিনা, জবাব দিতে দেরি করেননি ভারত অধিনায়ক। তাঁর সটান জবাব, “কী ধরণের কামব্যাক? ঠিক বুঝলাম না। ওহ্ নিশ্চয়ই কেউ আপনাকে বলেছে। ২০২০ সালের আট মাস সকলে গৃহবন্দি ছিল। ম্যাচ হয়েছে কোথায়? আর গত বছর আমরা টি-টোয়েন্টি খেলেছি শুধু।”
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
এতেই থামেননি রোহিত। আরও ব্যখ্যা দেন, “এই তিন বছরে আমি মাত্র ১২টি একদিনের ম্যাচ খেলেছি। তিন বছর কথাটা অনেক বড় শোনায়, তাই না?” এরপরই যোগ করেছেন, “কী ঘটেছে বা ঘটছে তা আপনাদের জানা উচিত! আমি জানি, এটা টিভি চ্যানেলে দেখানো হয়েছিল। কিন্তু কখনও কখনও এই বিষয়গুলিতে নজর দেওয়া উচিত। টিভিতে সম্প্রচারকারীদের সঠিক তথ্য দেখানো উচিত।