কালীঘাট থানা থেকে আসামী ছিনতাই করেছিলেন মমতা, বিস্ফোরক শুভেন্দু

0
33

মিলন পণ্ডা, এগরা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার আসামী ছিনতাইয়ের গুরুতর অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বুধবার পূর্ব মেদিনীপুরের এগরার ভবানীচকে একটি ক্লাবে সরস্বতী পুজোর উদ্বোধন করতে এসেছিলেন শুভেন্দু৷ সেখানেই এই দাবি করেন তিনি৷

এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রসঙ্গে সরব হন শুভেন্দু৷ বিরোধী দলনেতার কথায়, ‘‘বিগত দিনে শিক্ষককে দেখলে জুতো খুলে প্রণাম করতাম। রাস্তা দিয়ে শিক্ষক হেঁটে গেলে সরে দাঁড়াতাম। এখন শিক্ষক দেখলে কে ভুয়ো, কে আসল তা চিহ্নিতকরণ শুরু হয়েছে। তাই তো পুরো শিক্ষক দফতরটা জেলে!’’

- Advertisement -

এরপরই বিস্ফোরণ ঘটান শুভেন্দু৷ শিল্পনগরী হলদিয়ায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনায় প্রেক্ষাপটে সরাসরি আক্রমণ করেন তৃণমূল নেত্রীকে৷ শুভেন্দু অধিকারী বলেন, “যে ঝাড়ের বাঁশ সেই বাঁশ এমনই হয়। এই রাস্তা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দেখিয়েছেন। ২০১২ সালের রাত্রিবেলায় কালীঘাট থানায় গিয়ে আসামি ছিনতাই করেছিলেন। এটা তো হবেই। কোম্পানির মালিক যেরকম কর্মচারি তো সেরকমই হবে!’’

শুভেন্দুর আনা অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ছড়িয়েছে চাঞ্চল্য৷ কারণ, শুভেন্দু যে সময়ের কথা বলছেন, সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যেপাধ্যায়৷ ওয়াকিবহাল মহলের মতে, রাজ্যে দুষ্কৃতীদের দৌরাত্ম্যের নেপথ্যে কৌশলে মুখ্যমন্ত্রীকেই দুষেছেন শুভেন্দু৷ বুঝিয়েছেন. ‘‘যে রাজ্যের মুখ্যমন্ত্রী আসামী ছিনতাই করে, সেই রাজ্যের হাল যেমন হওয়ার তেমনটাই হচ্ছে!’’

আরও পড়ুন: ‘জমি দিচ্ছে না মমতার সরকার, এরাজ্যে থমকে রেলের ১৬টি নতুন লাইন’