বিশ্বকাপ শুরুর আগেই প্যাট কামিন্সকে নয়া অধিনায়ক বেছে নিল অস্ট্রেলিয়া

0
25

বিশ্বদীপ ব্যানার্জি: শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ। তবে এ মুহূর্তে যোগ্যতা নির্ণায়ক পর্বের খেলা চলছে। মূল পর্ব শুরু হতে এখনও কিছুদিন বাকি। মূল পর্ব শুরুর আগে এবারে নতুন অধিনায়ক বেছে নিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন: এই শামিকেই নাকি বিশ্বকাপের দলে রাখেননি নির্বাচকরা

- Advertisement -

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন বা এই ফর্ম্যাটে আপাতত বদল আসছে না নেতৃত্বে। সম্প্রতি একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কাজেই, শুধু একদিনের ক্রিকেটে ফিঞ্চের পরিবর্তে নয়া অধিনায়ক বেছে নেওয়া হচ্ছে। ৫০ ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার নয়া অধিনায়ক নির্বাচিত হলেন জোরে বোলার প্যাট কামিন্স। যিনি টেস্টেও অস্ট্রেলিয়ার অধিনায়ক।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

মঙ্গলবার প্যাট কামিন্সকে নয়া অধিনায়ক ঘোষণা করে একটি বিবৃতি দিয়েছে। তারা জানায়, “ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে প্যাট কামিন্সকে অস্ট্রেলিয়ার ২৭ তম ওডিআই অধিনায়ক হওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। গত মাসে এই ফরম্যাট থেকে অবসর নেওয়া অ্যারন ফিঞ্চের থেকে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।” এরপরই কামিন্স নিজে বলেন, “ফিঞ্চির অধীনে খেলা আমি পুরোপুরি উপভোগ করেছি, আর ওঁর থেকে নেতৃত্বের অনেক কিছুই শিখেছি। আমরা অত্যন্ত ভাগ্যবান যে একটি বিশাল পরিমাণ অভিজ্ঞতাসম্পন্ন সাথে ওয়ানডে স্কোয়াডের দায়িত্ব পেয়েছি।”