ইরফানের কেরিয়ার নষ্ট করছেন ধোনি, দাবি ভক্তের, পাল্টা জবাব ছোট পাঠানের

0
23

বিশ্বদীপ ব্যানার্জি: একটা সময় তাঁকে বলা হত, দ্বিতীয় কপিল দেব। তিনি ইরফান পাঠান। যাঁর দুর্দান্ত সুইংয়ে’র পাশাপাশি নির্ভরযোগ্য ব্যাটিং একসময় মন কেড়ে নেয় সকলেরই। তাঁর ব্যাটিং দেখে তাঁকে টানা ৩ নম্বরে খেলাতে শুরু করেন তৎকালীন কোচ গ্রেগ চ্যাপেল। যদিও তাতে হিতে বিপরীত-ই হয়। ব্যাটিংয়ে ফোকাস করতে গিয়ে নিজের সুইং অনেকটাই ভুলে যান তিনি।

আরও পড়ুন: ছিটকে গেলেন দীপক হুদা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে বাংলার ক্রিকেটার

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এর ফলে ইরফানের কেরিয়ারের ওপর আচমকাই পড়ে পর্দা। মাত্র ২৯ বছর বয়সেই শেষবার দেশের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল ছোট পাঠানকে। এবারে এই ঘটনার জন্য গ্রেগ চ্যাপেল বা রাহুল দ্রাবিড়কে নয়, বরং মহেন্দ্র সিং ধোনিকে দোষ দিলেন জনৈক ভক্ত।

চলছে লেজেন্ডস লিগ ক্রিকেট। সেখানে ইরফানের পারফরম্যান্স দেখে অভিভূত হয়ে ওই ভক্ত একটি টুইট করেন। তিনি লেখেন, “যতবার আমি এই লিগে ইরফান পাঠানকে দেখি, আমি এমএস আর তাঁর ম্যানেজমেন্টকে আরও বেশি করে অভিশাপ দিই। আমি বিশ্বাস করতে পারছি না, ইরফান মাত্র ২৯ বছর বয়সে শেষবার সাদা বলের ক্রিকেট খেলেছেন। ৭ নম্বরের জন্য পারফেক্ট ব্যক্তি। যেকোনও দল ওঁর জন্য ঝাঁপাবে। কিন্তু ভারত ওর বদলে জাড্ডু, এমনকি বিনিকে-ও খেলিয়েছে।”

ভক্তের ভালবাসায় আপ্লুত হলেও ধোনিকে দোষ দেওয়াটা মোটেই মানতে পারছেন না ইরফান। তিনি রিটুইট করেন, “এত ভালবাসার জন্য ধন্যবাদ। কিন্তু কাউকে দোষারোপ করবেন না।”