শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতে গলা মেলালেন হার্দিক, অভিষেক বরুণের

0
44

খাস খবর ডেস্ক: আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নামতে চলেছে শিখর ধাওয়ানের ভারত৷ আজই জাতীয় দলে অভিষেক ঘটতে চলেছে বরুণ চক্রবর্তীর। টি-টোয়েন্টি ফর্ম্যাটে অভিষেক হচ্ছে পৃথ্বি শয়েরও। তবে ম্যাচের প্রথম বল পড়ার আগেই শিরোনামে হার্দিক পাণ্ড্য। ভারতের রাষ্ট্রগানের পর শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত চলাকালীন সেই গানেও গলা মেলাতে দেখা গেল তাঁকে।

আরও পড়ুন, চেন্নাই বনাম মুম্বইয়ের ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্ব

- Advertisement -

এমনিতে ওডিআই সিরিজে চেনা ছন্দে ছিলেন না হার্দিক। বল হাতে তো নয়ই, ব্যাট হাতেও বড় রান পাননি তিনি। তবে টি-টোয়েন্টি যেন তাঁরই ফর্ম্যাট। এই ফর্ম্যাটে জাতীয় দলের হয়ে একাধিক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তিনি৷ শ্রীলঙ্কার বিরুদ্ধেও তাই শেষের ওভারগুলিতে তাঁর ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে ভারত৷ তবে এদিন পার্ফম্যান্সের ভিত্তিতে নয়। হার্দিক ক্রিকেটভক্তদের মন জয় করলেন শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতে গলা মিলিয়ে৷

সাধারণত খেলা শুরু হওয়ার আগে দুই দেশের রাষ্ট্রীয় সঙ্গীত হওয়াটাই দস্তুর। এই সময় দুই দলের খেলোয়াড়রা তাঁদের দেশের জাতীয় সঙ্গীত গেয়ে থাকেন। অপর দলের জাতীয় সঙ্গীত চলাকালীন চুপ করে থাকেন সম্মানবশত৷ তবে হার্দিক এক্ষেত্রেও ব্যতিক্রম, সরাসরি বিপক্ষ দলের জাতীয় সঙ্গীত গাইতে দেখা গেল তাঁকে।

আরও পড়ুন, পদক জয়ের উদযাপন, মীরাবাঈকে আজীবন ফ্রি পিজ্জা দেবে ডোমিনোস

এই কাজের পর স্বভাবতই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷ সকলেরই মনে ধরেছে তাঁর এই ব্যবহার। শ্রীলঙ্কার বাসিন্দারা তো বটেই, ভারতীয়রাও তাঁর এই কাজে অত্যন্ত উচ্ছসিত।