আন্তর্জাতিক মঞ্চে গালি ক্রিকেট, প্রস্ততি ম্যাচে দু’দলের হয়েই ব্যাট করলেন পূজারা

0
72

বিশ্বদীপ ব্যানার্জি: এ জিনিস গালি ক্রিকেট অর্থাৎ পাড়ার ক্রিকেটে হামেশাই দেখা যায়। দল নির্বাচন করতে গিয়ে যদি দেখা যায়, দুই দল সমান সংখ্যক খেলোয়াড়ে ভাগ করার পরও একজন অতিরিক্ত রয়ে গিয়েছে, সেক্ষেত্রে তাকে ‘কমন’ হিসেবে দুই দলেই খেলিয়ে দেওয়া হয়। বা পাড়ায় সবথেকে ভাল যে ব্যাটার, তাকেও কখনও সখনও দুই দলের হয়ে ব্যাট হাতে নামতে হয়।

আরও পড়ুন: দেশজুড়ে টালমাটাল পরিস্থিতিতে ফিঞ্চকে পাশে পেলেন শ্রীলঙ্কার সমর্থকেরা

- Advertisement -

পাড়া ক্রিকেটে আজকের দিনেও প্রায়শই ঘটে থাকে এই ঘটনা। কিন্তু আন্তর্জাতিক মঞ্চেও যে এমন ঘটনা ঘটতে পারে, তা কে জানত?

ইংল্যান্ডের বিরুদ্ধে গত বছরের বাকি থেকে যাওয়া টেস্ট ম্যাচটি খেলতে আগামী ১লা জুলাই বার্মিংহামে নামছে রোহিত শর্মার ভারত। তার আগে এই মুহূর্তে লিসেস্টারশায়ার কাউন্টি দলের বিরুদ্ধে ৪ দিনের ম্যাচে গা ঘামিয়ে নিচ্ছে তারা। এই ম্যাচেই ইতিহাসে ঢুকে গেলেন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা। তিনি মূলতঃ লিসেস্টারশায়ারের হয়েই ম্যাচটি খেলতে নেমেছিলেন। কিন্তু ব্যাটিং প্র্যাকটিসের হেতু দ্বিতীয় ইনিংসে ভারতের হয়েও ব্যাট করতে নামলেন।

অর্থাৎ দুটি দলের হয়েই খেললেন সৌরাষ্ট্রের চিন্টু। যা দেখে সোশ্যাল মিডিয়ায় নেটাগরিকরা তুলনা টানছেন পাড়া ক্রিকেটের। এ ঘটনা যে সেখানেই দেখা যায়। যদিও দুই দলের হয়ে নামলেও লাভ কিছুই হলনা। প্রথমে লিসেস্টারশায়ারের হয়ে ম্যাচের দ্বিতীয় ইনিংসে খাতা না খুলেই ফিরে যেতে হয় ভারতীয় ব্যাটিং অর্ডারের ৩ নম্বরকে। এরপর ভারতের দ্বিতীয় ইনিংস অর্থাৎ ম্যাচের তৃতীয় ইনিংসে ৮ নম্বরে নেমে মাত্র ২২ রানই করতে পেরেছেন তিনি।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এখন দেখার, তিনি লিসেস্টারশায়ারের হয়ে চতুর্থ ইনিংসেও নামেন কিনা। উল্লেখ্য, এই ম্যাচটিই ছিল, যাকে বলে, Go as you like! ম্যাচ প্র্যাকটিসের জন্য একাধিক ভারতীয়-ই এ খেলায় বিলেতের কাউন্টি দলটির হয়ে নেমেছেন। পূজারা ছাড়াও এই তালিকায় রয়েছেন ঋষভ পন্থ, যশপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, নবদীপ সাইনি, কমলেশ নাগারকোটি এবং সাই কিশোর।

এদিকে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৭ উইকেটে ৩৫৬। অধিনায়ক রোহিত শর্মা এখনও ব্যাট করতে না নামলেও বিরাট কোহলি ৬৭ করে গিয়েছেন। এছাড়া শ্রেয়স আইয়ারের নামের পাশে ৬২। এর আগে প্রথম ইনিংসে ভারতের ৮ উইকেটে ২৪৬ রানের জবাবে ২৪৪ এ গুটিয়ে যায় লিসেস্টারশায়ার।