মহিলাদের আইপিএলের জন্য হাজার কোটি টাকার নিলাম

0
57

বিশ্বদীপ ব্যানার্জি: পুরুষদের ক্রিকেটের পাশাপাশি এবারে মহিলাদের ক্রিকেটেও বিশেষ জোর দিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যার প্রথম পদক্ষেপ আগামী বছরে হতে চলা মহিলাদের আইপিএল। ২০২৩ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। যেখানে অংশ নেবে ৫টি দল।

আরও পড়ুন: টি-২০ থেকে বিদায় পাকা বিরাট-রোহিতের, পাকা নয়া অধিনায়কের নাম-ও

- Advertisement -

এই ৫ দলের মালিকানা এখনও নির্ধারিত হয়নি। নিলামের মাধ্যমে নির্ধারিত হবে, কে কোন দল কিনবে। তবে জানা যাচ্ছে, নিলামে প্রতিটি দলের নূন্যতম দাম রাখা হবে ৪০০ কোটি টাকা। বিসিসিআই সূত্রে খবর, চলতি বছরের শেষের দিকেই দলগুলি কেনার নিলাম হবে।

আর দলগুলির নূন্যতম মূল্য ৪০০ কোটি হলেও বোর্ড আশা করছে, প্রতিটি দল ১,০০০ কোটি বা তারও বেশি দামে বিক্রি হতে পারে। পুরুষদের আইপিএলের ৬টি ফ্র্যাঞ্চাইজি এর মধ্যেই মহিলাদের আইপিএলে দল কেনার আগ্রহ দেখিয়েছে। তবে বোর্ড কাউকে কোনও অগ্রাধিকার দিতে চায় না। স্বচ্ছ নিলাম হবে। যারা দল কিনতে আগ্রহী, সেই নিলামে অংশ নিতে হবে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

অর্থাৎ সব মিলিয়ে এক বড় লাভের আশায় ভারতীয় ক্রিকেট। ঠিক যেমন লাভ তারা পুরুষদের আইপিএল থেকে করে থাকে, ততটা না হলেও মোটা অঙ্কের লাভ-ই দেখতে পাচ্ছে। সে কারণেই আশা করা হচ্ছে, হাজার কোটি টাকা কিংবা তারও বেশি দামে বিক্রি হতে পারে দলগুলি।