ভারত-শ্রীলঙ্কা দ্বৈরথ: যে পাঁচজন থাকছেন বিশ্বকাপের দৌড়ে

0
48

খাস খবর ডেস্ক: কাল থেকেই শুরু ভারত-শ্রীলঙ্কা সিরিজ। শিখর ধাওয়ানের নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। আপাতভাবে দুর্বল শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজ ভারতের কাছে সহজ হলেও কিছু খেলোয়াড়ের কাছে এটাই বিশ্বকাপের দলে নিজেদের স্থান পাকা করার শেষ সুযোগ।
কোন পাঁচজন? দেখে নেওয়া যাক একনজরে

১. পৃথ্বি শ 

- Advertisement -

Prithvi Shaw's redemption lies in following the Sachin Tendulkar way |  Cricket - Hindustan Times
মুম্বইয়ের তরুণ এই ব্যাটসম্যান যে অসাধারণ প্রতিভাবান একজন, তা কমবেশি সকলেই জানেন৷ তবে, জাতীয় দলে এখনও নিজের স্থান পাকা করে উঠতে পারেননি পৃথ্বি। হাতে চতুর্দিকে শট আছে, ইনিংসের শুরু থেকেই বড় শট খেলতে পারেন। ২০২১ সালের আইপিএলেও বিধ্বংসী ফর্মে ছিলেন। তবে, জাতীয় দলের জার্সিতে এখনও সেরকম কোনও ইনিংস খেলে উঠতে পারেননি তিনি। বিশেষজ্ঞদের মতে, বিশ্বকাপে রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কে এল রাহুল ছাড়া তিনিও যদি স্কোয়াডে থাকেন, সেক্ষেত্রে ওপেনিং নিয়ে ভাবনা অনেকটাই কমবে ম্যানেজমেন্টের।

আরও পড়ুন , IND vs SL: ওপেনিংয়ে ধাওয়ান-শ, অভিষেক করতে চলেছেন স্যামসন

২. শ্রেয়স আইয়ার 

Shreyas Iyer Resumes Practice After a Hiatus; Training Video Goes Viral
জাতীয় দলের জার্সিতে নিয়মিত খেললেও শেষের কয়েকটি ম্যাচে সেভাবে রান পাননি। তার ওপরে আবার চোট আঘাতের জন্য খেলতে পারেননি আইপিএলও। সবমিলিয়ে প্রশ্নের মুখে রয়েছে তাঁর স্থানও। বিশ্বকাপে দলের হয়ে চার নম্বরে ব্যাট করতে চাইবেন তিনি। আমিরশাহীতে তাঁর স্পিন খেলার দক্ষতা, স্ট্রাইক রোটেশন নিঃসন্দেহে সাহায্য করবে টিম ইন্ডিয়াকে।

৩.সূর্যকুমার যাদব 

IPL 2021: Have gone past the phase where I fear failures, enjoying every  opportunity - Suryakumar Yadav - Sports News
সম্প্রতি দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব। আর দলে সু্যোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন মুম্বইয়ের এই ক্রিকেটার৷ জোফ্রা, মার্ক উডদের সামলে যেভাবে রান করেছিলেন, তাতে চার নম্বর পোজিশনে ব্যাট করার জন্য তিনিও অন্যতম দাবিদার৷ আইপিএলেও খুব একটা খারাপ ব্যাট করেননি। সাত ম্যাচে মোট ১৭৩ রান ছিল তাঁর ঝুলিতে। তাঁর সবচেয়ে বড় শক্তি, টপ অর্ডারের পাশাপাশি ব্যাট করতে পারেন লোয়ার অর্ডারেও। এই সিরিজে রানের মধ্যে থাকলে নিঃসন্দেহে তাঁকে নিয়েই আরব দেশে উড়ে যাবে বিরাটবাহিনী৷

আরও পড়ুন, নোটবুকে লেখা মেসির প্রতিটা গোলের তথ্য, বৃদ্ধ ভক্তকে চমক দিলেন আর্জেন্টাইন তারকার

৪. ইশান কিষান

Sky is the limit for a visibly matured Ishan Kishan | CricXtasy

পৃথ্বি শয়ের মতোই এঁর প্রতিভা নিয়েও সন্দেহের অবকাশ নেই। ২০১৭ সাল থেকেই আইপিএলের আসরে অন্যতম প্রতিভাবান খেলোয়াড়দের মধ্যে একজন ইশান৷ তবে, সম্প্রতি ধারাবাহিকভাবে রান করেছেন ঘরোয়া ক্রিকেটেও। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজেও মোটামুটি ভাল ফর্মে ছিলেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারলে ঋষভ পন্থের বিকল্প হিসেবে তাঁকে ভাবতেই পারে টিম ম্যানেজমেন্ট।

৫. ভুবনেশ্বর কুমার 

Bhubaneswar Kumar's father passes away – Around Odisha English Daily

তালিকায় এই নামটা সকলকে চমকে দেওয়ার মতো হলেও এটাই এখন ঘোর বাস্তব৷ বিশ্বকাপের দলে জায়গা পেতে অসাধারণ পার্ফম করতে হবে ভুবিকেও। একদা তিন ফর্ম্যাটেই জাতীয় দলের নিয়মিত জোরে বোলার হলেও বহুদিন খেলার বাইরে ছিলেন ভুবি৷ তিনি দুইদিকে বল স্যুইং করাতে পারেন, ডেথ ওভারে বল করতে পারেন, সকলেই জানেন৷ তবু, চোট থেকে ফিরে আসার পর আগের মতোই কার্যকর রয়েছেন কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়৷ আইপিএলেও আহামরি কিছু পার্ফমেন্স ছিল না তাঁর। আর এই কারণেই শ্রীলঙ্কা সফর লিটমাস টেস্ট হতে চলেছে তাঁর কাছে। যদি ভাল পার্ফমেন্স করতে পারেন, তাহলে বুমরাহ, শামি, নটরাজনের পাশাপাশি বিশ্বকাপে দেখা যাবে তাঁকেও৷

বোনাস 

The Break From Cricket Helped Varun Chakraborty To Become A 'mystery'  Spinner, The First Player To Take 5 Wickets In IPL-13 - Jsnewstimes

এই ক’জন খেলোয়াড় ছাড়াও বিশ্বকাপে খেলার সুযোগ থাকছে মনীশ পাণ্ডে, বরুণ চক্রবর্তীর কাছেও। মনীশ যদি অভাবনীয় কিছু করতে পারেন, সেক্ষেত্রে তাঁর মতো এক অভিজ্ঞতাসম্পন্ন একজনকে দলের সঙ্গেই রাখতে চাইবেন কোহলি-শাস্ত্রী। আর অন্যদিকে দলে জাদেজা, চাহালের মতো খেলোয়াড়রা থাকলেও নেই কোনও মিস্ট্রি স্পিনার৷ সেক্ষেত্রে বরুণ যদি আঁটোসাটো বোলিংয়ের পাশাপাশি বেশ কিছু উইকেট নিতে পারেন৷ সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট তাঁকেও সুযোগ দেবে বিশ্বকাপের স্কোয়াডে৷