শুক্রবার থেকে কলকাতায় সব ওয়ার্ডে টিকাকরণ, ফের চালু হচ্ছে সেফ হোম

0
152

কলকাতা: ভোটের বাংলায় বেড়েই চলেছে সংক্রমণ (Corona)৷একদিনে শুধু কলকাতায় আক্রান্ত দেড় হাজারের বেশি৷ মৃত্যু ১০ এর কাছাকাছি৷ এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা৷শুক্রবার থেকে কলকাতায় সব ওয়ার্ডে দেওয়া হবে টিকাকরণ (Vaccine)৷পাশাপাশি ফের চালু হচ্ছে সেফ হোম(Safe House)৷

পুরসভা সূত্রে খবর, ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ১২২ টি ওয়ার্ডে ভ্যাকসিন দেওয়া হত৷ এবার সব ওয়ার্ডেই দেওয়া হবে৷ফলে প্রতিদিন আরও বেশি কলকাতাবাসী ভ্যাকসিন পাবেন৷

- Advertisement -

আরও পড়ুন:পঞ্চম দফার নির্বাচনের আগে রাজ্যে আরও ১১ পুলিশ পর্যবেক্ষক

এছাড়া শহরে ফের চালু হচ্ছে সেফ হোম (Safe House)৷ হোটেলে খোলা হচ্ছে কোয়ারেন্টিন সেন্টার।বেশ কিছু হোটেলের সঙ্গে বিভিন্ন হাসপাতালকে সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে৷পাশাপাশি তপসিয়া, আনন্দপুর, রাজারহাট ও সায়েন্স সিটিতে খোলা হচ্ছে সেফ হোম৷করোনা মোকাবিলায় হাসপাতালগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে বেড বাড়াতে৷

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন (State Health
Department) এর বুলেটিনের তথ্য অনুযায়ী,রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের (COVID-19)সংখ্যা ৬,৭৬৯ জন৷এর মধ্যে শুধু কলকাতা শহরেই আক্রান্ত ১,৬১৫ জন৷ শহরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৪৬ হাজার ৯৫৮ জন৷ তবে মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩৩ হাজার ৪৪১ জন৷তারফলে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১০,৩৩৫ জন৷

আরও পড়ুন:শেষ তিন দফার ভোট একসঙ্গে করা সম্ভব নয়, জানিয়ে দিল কমিশন

কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ৭ জনের৷মোট মৃতের সংখ্যা ৩,১৮২ জন৷সংক্রমণ ও মৃত্যু উভয় দিক থেকেই কলকাতা প্রথম স্থানে৷ তারপরই উত্তর ২৪ পরগণা৷এই জেলায় ২৪ ঘন্টায় আক্রান্ত ১,৩৫৪ জন৷ মোট মৃতের সংখ্যা ২,৫৭৩ জন৷তৃতীয় স্থানে হাওড়া জেলা৷সেখানে মোট মৃত্যু হয়েছে ১,০৬৩ জনের৷