শীতলকুচি: সায়ন্তন বসুকে শোকজ করল নির্বাচন কমিশন

২৪ ঘন্টার মধ্যে জবাব চাওয়া হয়েছে

0
209

কলকাতা:শীতলকুচি (Shitalkuchi)নিয়ে মন্তব্য করে কমিশনের কোপে এবার বিজেপি সায়ন্তন বসু(Sayantan Bose)৷তাকে নোটিস দিয়ে ২৪ ঘন্টার মধ্যে জবাব চাওয়া হয়েছে৷ কমিশন(Election Commission) সন্তুষ্ট না হলে কড়া শাস্তির মুখে পড়তে পারেন ওই বিজেপি নেতা৷

জলপাইগুড়ির বানারহাটে সভা করতে গিয়ে এই হুঁশিয়ারি দেন সায়ন্তন বসু৷ সেখানে তিনি বলেছিলেন,‘আমি সায়ন্তন বসু বলছি, বেশি খেলতে যাবেন না। আমরা শীতলখুচিতে খেলা খেলে দিয়েছি। প্রথমে ১৮ বছর বয়সী আনন্দ বর্মণকে খুন করা হয়েছিল। যে প্রথমবার ভোটার, তাঁকে সকালে খুন করা হল। আমাদের শক্তি প্রমুখের ভাই তিনি। আমরা বেশিক্ষণের জন্য কারো হিসেব বাকি রাখি না। সেখানে চারজনকে স্বর্গে পাঠানো হয়ে গিয়েছে। শোলে সিনেমায় একটি সংলাপ আছে, তুম আগর এক মারো গে তো হম চার মারেঙ্গে।’

- Advertisement -

চতুর্থ দফার ভোটে কোচবিহারের শীতলকুচিতে চারজনের মৃত্যু৷ যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠে৷ শীতলকুচি নিয়ে সুর চড়াতে থাকেন নেতা-নেত্রীরা৷ নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়,রাহুল সিনহার সাময়িক প্রচার বন্ধ করে দিয়েছিল৷

এবার ২৪ ঘণ্টার জন্য দিলীপ ঘোষের প্রচার বন্ধ করে দিল নির্বাচন কমিশন৷ বৃহস্পতিবার রাজ্য বিজেপি সভাপতির উপর নির্বাচনী প্রচারে ২৪ ঘন্টার নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন৷

শীতলকুচির ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আগেই কমিশন তাঁকে নোটিশ ধরিয়েছিল৷ কেন তিনি এই ধরণের মন্তব্য করেছেন তা বুধবার সকাল ১০টার মধ্যে দিলীপ ঘোষকে জানাতে বলেছিল কমিশন৷ তাঁর জবাবের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন কমিশনের আধিকারিকরা৷কিন্তু দিলীপ ঘোষের জবাব কমিশনকে সন্তুষ্ট করতে পারেনি৷ তাই তাঁর নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন৷

শীতলকুচির ঘটনা নিয়ে গত সপ্তাহে বরানগরের সভায় দিলীপ ঘোষ বলেছিলেন, ‘‘শীতলকুচি কী দেখেছেন৷ বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে৷ বাংলায় আর দুষ্টু ছেলে থাকবে না৷ যারা ভেবেছিল কেন্দ্রীয় বাহিনীর বন্দুকটা শুধু দেখানোর জন্যই কাল তারা বুঝে গিয়েছে ওর ভিতর থাকা গুলির কী জোর৷’’