হেরফের হবে না তাপমাত্রার, বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

0
250

কলকাতা: ভ্যাপসা গরমে একেবারে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর৷ মেঘলা আকাশকে সঙ্গী করেই কাটিয়েছে বাংলার নতুন বছরের প্রথম দিনটি৷ কিন্তু দেখতে পাওয়া যায়নি বৃষ্টির৷ এই পরিস্থিতিতে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর৷ আগামী কয়েকদিন উত্তর দুবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি হতে পারে৷ সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঝোড়ো হাওয়া সহ মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের৷

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনি ও রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷  দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে৷ তবে আগামী চার-পাঁচ দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না৷

- Advertisement -

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথা জানিয়ে আবহাওয়া দফতর৷ সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পারে খবর৷ আবার রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টি হতে পারে৷ উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতেও আগামী ৪-৫ দিন দিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না৷

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৭ ডিগ্রি। যদিও শনিবার এক ডিগ্রি কমে ২৬ ডিগ্রি ছুঁতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ ছাতা মাথায়ই ভোট বুথে যেতে হবে বঙ্গবাসীকে।

বৃহস্পতিবার মেঘাচ্ছন্ন শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রির কাছকাছি৷ এই বছর রেকর্ড গরমের সাক্ষী থেকেছে মার্চ এবং এপ্রিল৷ দিনে দিনে যা তাপমাত্রা বাড়বে তা আগে থেকেই জানিয়ে দিয়েছিল মৌসমভবন৷ উষ্ণতার দিক থেকে ১২১ বছরে তৃতীয় স্থান দখল করেছে এই বছরের মার্চ মাস৷

বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি৷ বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে ৭৪ এবং ৫৭ শতাংশ৷